ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আয়াস জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চার-পাঁচজন সন্ত্রাসী যুবক তাঁকে ঘিরে ধরে নানান গালিগালাজ করেন এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে আয়াসের মাথা, পায়ে ও শরীরের দু-এক জায়গায় ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এ সময় আয়াস তাঁর পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন।
আয়াস জানান, যাঁরা হামলা করেছেন তিনি তাঁদের চেনেন না। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই হামলাকারীরা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, আয়াসের মাথা, পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যার কারণে আয়াসের ওপর আজকের হামলা। প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরও বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাঁকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আয়াস জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চার-পাঁচজন সন্ত্রাসী যুবক তাঁকে ঘিরে ধরে নানান গালিগালাজ করেন এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে আয়াসের মাথা, পায়ে ও শরীরের দু-এক জায়গায় ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এ সময় আয়াস তাঁর পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন।
আয়াস জানান, যাঁরা হামলা করেছেন তিনি তাঁদের চেনেন না। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই হামলাকারীরা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, আয়াসের মাথা, পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যার কারণে আয়াসের ওপর আজকের হামলা। প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরও বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাঁকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।
২ ঘণ্টা আগেঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
৬ ঘণ্টা আগে