হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদুল আজহা উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দকৃত ৯৫ বস্তা সরকারি চাল এক ব্যবসায়ীর বাড়ি ও দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে প্রথমে ৬৮ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে ভাট্টা বাজারে তাঁর একটি দোকান থেকে আরও ২৭ বস্তা চাল জব্দ করা হয়।
আটক আবদুর রশিদের দাবি, তিনি এসব চাল উপকারভোগীদের কাছ থেকে বস্তাপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি জানতাম না এসব চাল কেনা বেআইনি। এটা আমার ভুল হয়েছে।’
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ চলমান। মঙ্গলবার দিনভর প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা চাল দেওয়া হয়।
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান জানান, ‘কয়েক দিন আগে আমরা উপকারভোগীদের দুই বস্তা করে চাল দিয়েছি, আর মঙ্গলবার দেওয়া হয় তিন বস্তা করে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ ঈদের বাড়তি খরচ মেটাতে চাল বিক্রি করে দিয়েছেন। আমি সবাইকে নিষেধ করেছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদুল আজহা উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দকৃত ৯৫ বস্তা সরকারি চাল এক ব্যবসায়ীর বাড়ি ও দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে প্রথমে ৬৮ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে ভাট্টা বাজারে তাঁর একটি দোকান থেকে আরও ২৭ বস্তা চাল জব্দ করা হয়।
আটক আবদুর রশিদের দাবি, তিনি এসব চাল উপকারভোগীদের কাছ থেকে বস্তাপ্রতি ১ হাজার ১০০ টাকা দরে কিনেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। তাঁর ভাষ্য, ‘আমি জানতাম না এসব চাল কেনা বেআইনি। এটা আমার ভুল হয়েছে।’
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ চলমান। মঙ্গলবার দিনভর প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা চাল দেওয়া হয়।
শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান জানান, ‘কয়েক দিন আগে আমরা উপকারভোগীদের দুই বস্তা করে চাল দিয়েছি, আর মঙ্গলবার দেওয়া হয় তিন বস্তা করে। ধারণা করা হচ্ছে, কেউ কেউ ঈদের বাড়তি খরচ মেটাতে চাল বিক্রি করে দিয়েছেন। আমি সবাইকে নিষেধ করেছি।’
হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
১১ মিনিট আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৩১ মিনিট আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
৩৫ মিনিট আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
৪০ মিনিট আগে