শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মুষলধারে বৃষ্টির মধ্যেই পিচঢালাই করছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। বৃষ্টির মধ্যে সড়কে পিচঢালাই সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় বলছে সচেতন মহল।
সরেজমিনে দেখা যায়, আজ (২৯ মে) বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় মুষলধারে বৃষ্টির মধ্যে পিচঢালাইয়ের কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক মহাসড়কের খানাখন্দগুলোতে নির্মাণসামগ্রী ফেলছেন। পরে সেগুলো রোলার দিয়ে পেষা হচ্ছে। সেখানে জলাবদ্ধ পানির মধ্যেই দেওয়া হচ্ছে পিচঢালাই।
রোলারচালক ইসলাম উদ্দিন বলেন, ‘সামনে ঈদুল আজহা। এ জন্য খানাখন্দে ভরা সড়কে পিচঢালাই দেওয়া হচ্ছে। বৃষ্টির মধ্যে পিচঢালাই দিলেও সমস্যা হবে না। আমরা মনে করি টেকসই হবে। তা ছাড়া এখন কাজ না করলে যানবাহন চলাচলে সমস্যা হবে। এ জন্য তড়িঘড়ি করে কাজ করছি। আমি তো মাত্র হুকুমের কর্মচারী।’
বাসচালক মো. সোহরাব হোসেন বলেন, ‘এই পিচঢালাই আজকের মধ্যে উঠে যাবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে পরিমাণ গাড়ি চলে, সেখানে পিচঢালাই করা হচ্ছে পানির মধ্যে।’
কলেজশিক্ষক আব্দুল হাই বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড রোদ ছিল। তখন কেন সড়কে পিচঢালাই করল না? অথচ মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে পিচঢালাই করছে। এটা কত দিন থাকবে? আজই তো উঠে যাবে। এটা শুধু সরকারি অর্থের অপচয়। এগুলোর ক্ষেত্রে ভালো কর্মপদ্ধতি নির্ধারণ করা উচিত।’
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুরের শ্রীপুরে মুষলধারে বৃষ্টির মধ্যেই পিচঢালাই করছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ। বৃষ্টির মধ্যে সড়কে পিচঢালাই সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় বলছে সচেতন মহল।
সরেজমিনে দেখা যায়, আজ (২৯ মে) বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় মুষলধারে বৃষ্টির মধ্যে পিচঢালাইয়ের কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক মহাসড়কের খানাখন্দগুলোতে নির্মাণসামগ্রী ফেলছেন। পরে সেগুলো রোলার দিয়ে পেষা হচ্ছে। সেখানে জলাবদ্ধ পানির মধ্যেই দেওয়া হচ্ছে পিচঢালাই।
রোলারচালক ইসলাম উদ্দিন বলেন, ‘সামনে ঈদুল আজহা। এ জন্য খানাখন্দে ভরা সড়কে পিচঢালাই দেওয়া হচ্ছে। বৃষ্টির মধ্যে পিচঢালাই দিলেও সমস্যা হবে না। আমরা মনে করি টেকসই হবে। তা ছাড়া এখন কাজ না করলে যানবাহন চলাচলে সমস্যা হবে। এ জন্য তড়িঘড়ি করে কাজ করছি। আমি তো মাত্র হুকুমের কর্মচারী।’
বাসচালক মো. সোহরাব হোসেন বলেন, ‘এই পিচঢালাই আজকের মধ্যে উঠে যাবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে পরিমাণ গাড়ি চলে, সেখানে পিচঢালাই করা হচ্ছে পানির মধ্যে।’
কলেজশিক্ষক আব্দুল হাই বলেন, ‘গত কয়েক দিন প্রচণ্ড রোদ ছিল। তখন কেন সড়কে পিচঢালাই করল না? অথচ মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে পিচঢালাই করছে। এটা কত দিন থাকবে? আজই তো উঠে যাবে। এটা শুধু সরকারি অর্থের অপচয়। এগুলোর ক্ষেত্রে ভালো কর্মপদ্ধতি নির্ধারণ করা উচিত।’
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।
২ ঘণ্টা আগেঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
৬ ঘণ্টা আগে