ময়মনসিংহ প্রতিনিধি
সমাবেশ সফল করতে বিশেষ ট্রেনে করে ঢাকার উদ্দেশে ময়মনসিংহ ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে ট্রেনে করে ৫ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাচ্ছি। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আগামী নির্বাচনের সঠিক বার্তা আসবে সমাবেশ থেকে। আশা করছি সমাবেশে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠবে। কেন্দ্রীয় নেতা-কর্মীদের বার্তা নিয়ে আমরাও তৃণমূলকে সুসংগঠিত করার কাজ জোরালোভাবে করব।
সমাবেশকে ঘিরে স্টেশনে আগে থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। অনেককে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত অবস্থায় দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।
ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার বলেন, সমাবেশ ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা উজ্জীবিত। সবাই সমাবেশ সফল করতে যে যার মতো করে ঢাকা যাচ্ছে। মানুষ জামায়াতে ইসলামীকে কত ভালোবাসে, সমাবেশেই প্রমাণ করবে। এ দেশের মানুষ মনে-প্রাণে চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিতে মন্ত্রণালয়ে আবেদন করে স্পেশাল ট্রেন বরাদ্দ চাওয়া হয়। পরে ভাড়ার ভিত্তিতে আট কোচের ট্রেনটি বরাদ্দ দেওয়া হয়। এর মোট আসনসংখ্যা ৪২৮। আসা-যাওয়ার জন্য ট্রেনের ভাড়া পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা।
সমাবেশ শেষে ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে আবার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
সমাবেশ সফল করতে বিশেষ ট্রেনে করে ঢাকার উদ্দেশে ময়মনসিংহ ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে ট্রেনে করে ৫ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাচ্ছি। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আগামী নির্বাচনের সঠিক বার্তা আসবে সমাবেশ থেকে। আশা করছি সমাবেশে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠবে। কেন্দ্রীয় নেতা-কর্মীদের বার্তা নিয়ে আমরাও তৃণমূলকে সুসংগঠিত করার কাজ জোরালোভাবে করব।
সমাবেশকে ঘিরে স্টেশনে আগে থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। অনেককে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত অবস্থায় দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।
ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার বলেন, সমাবেশ ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা উজ্জীবিত। সবাই সমাবেশ সফল করতে যে যার মতো করে ঢাকা যাচ্ছে। মানুষ জামায়াতে ইসলামীকে কত ভালোবাসে, সমাবেশেই প্রমাণ করবে। এ দেশের মানুষ মনে-প্রাণে চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিতে মন্ত্রণালয়ে আবেদন করে স্পেশাল ট্রেন বরাদ্দ চাওয়া হয়। পরে ভাড়ার ভিত্তিতে আট কোচের ট্রেনটি বরাদ্দ দেওয়া হয়। এর মোট আসনসংখ্যা ৪২৮। আসা-যাওয়ার জন্য ট্রেনের ভাড়া পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা।
সমাবেশ শেষে ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে আবার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৮ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে