Ajker Patrika

বাকৃবিতে ছাত্র ইউনিয়নের সম্পাদকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে ছাত্র ইউনিয়নের সম্পাদকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক ঈশা খাঁ হলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ কর্তৃক শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে শাখা ছাত্র ইউনিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়। বিজ্ঞপ্তিতে ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক তিন নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলে শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখার সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিনের ওপর হামলা করে হলের ছাত্রলীগের নেতারা। হামলায় অংশগ্রহণকারীরা হলেন, সদ্য বিলুপ্ত হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জোবায়ের হিমেল ও মাহামুদুল হাসান মুরাদ এবং দপ্তর সম্পাদক নাঈম আহমেদ সরকার। হামলায় আহত হয়ে অনন্য ঈদ-ই-আমিন ময়মনসিংহের পপুলার হাসপাতালে চিকিৎসা নেন। ঈশা খাঁ হল প্রভোস্টের প্রত্যক্ষ মদদে হলের ছাত্রলীগের নেতারা এই হামলা করেছেন বলে অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়নের নেতারা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। 

এ বিষয়ে অভিযুক্ত ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জোবায়ের হিমেল বলেন, ‘ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা হলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অনুষ্ঠান সম্পন্ন করার জন্য হলের কর্মচারীদের চাপ প্রয়োগ করছিল। এ বিষয়ে কথা বলতে গেলে ছাত্র ইউনিয়নের নেতাদের সঙ্গে আমাদের হাতাহাতি হয়। তবে পরে হলের প্রভোস্ট এসে বিষয়টি মীমাংসা করে দেন।’ 

ঈশা খাঁ হল ছাত্রলীগের সাবেক আরেক যুগ্ম সম্পাদক মাহামুদুল হাসান মুরাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে নাঈম আহমেদ সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। 

এদিকে সোমবার সন্ধ্যায় হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্র ইউনিয়ন ও বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল হক বলেন, ‘অসুস্থ থাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারিনি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানতে পারলে আমি ওই অবস্থাতেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দিই। আমি হলের গার্জিয়ান হিসেবেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি কখনই চাই না আমার হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। তবে হামলায় প্রত্যক্ষ মদদের বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, এমন ঘটনা কখনই কাম্য নয়। শিক্ষক হিসেবে কেউই চায় না ক্যাম্পাসে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। বিষয়টা দুই পক্ষের মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত