Ajker Patrika

প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদরের লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ সদরের লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ সদরের লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকালে সাহেব কাচারী বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়।

এ সময় বক্তব্য দেন স্থানীয় মুহসীন আলম, ময়েজ উদ্দিন মইজু, প্রাক্তন ছাত্র হারুন অর রশিদ, আবু হানিফ, নোমান ইবনে লতিফ, মোহাম্মদ নুর ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক আমেনা খাতুন তাঁর ছোট ভাইকে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে প্রতিষ্ঠানটির ৭৭ শতাংশ জমি ও টাকা আত্মসাতের পাশাপাশি পরিবারের আটজনকে শিক্ষক হিসেবে বিভিন্ন সময়ে নিয়োগ দিয়েছেন। এর প্রতিবাদ করায় বিভিন্নজনকে হামলার মামলায় হয়রানি করছেন। দুর্নীতিগ্রস্ত শিক্ষককে দ্রুত অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ময়মনসিংহ সদরের লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ সদরের লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

এদিন প্রধান শিক্ষক আমেনা খাতুন প্রতিষ্ঠানে আসেননি। তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর পক্ষে সাফাই গেয়ে সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘সব ধরনের নিয়োগ যথাযথ নিয়ম মেনেই হয়েছে। যারা প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে আন্দোলন করছে, তাদের হয়তো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত