Ajker Patrika

নববধূকে রেখে গভীর রাতে প্রেমিকার বাড়িতে স্বামী, থানায় মুচলেকা দিয়ে ছাড়া

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নববধূকে রেখে গভীর রাতে প্রেমিকার বাড়িতে স্বামী, থানায় মুচলেকা দিয়ে ছাড়া

আতিক হাসান (২৮) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কপালহর গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে। ৮ বছর ধরে ছিলেন সৌদি আরবে। সেখান থেকে মোবাইল ফোনে পরিচয় হয় একই ইউনিয়নের পার্শ্ববর্তী আতকাপাড়া গ্রামের এক কিশোরীর সঙ্গে।

এ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কথা ছিল দেশে এসেই ওই কিশোরীকে বিয়ে করবেন। গত জুনে আতিক হাসান সৌদি থেকে বাংলাদেশে আসেন। কিন্তু দেশে এসেই বাঁধে বিপত্তি।

কিছুদিন পর পরিবারের সম্মতিতে নিজের অমতে বিয়ে করেন উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে। বিয়ের এক মাস না যেতেই বউয়ের সঙ্গে মনোমালিন্য শুরু হয়। এ অবস্থায় গতকাল বুধবার রাতে ঘটে বিপত্তি। নববধূকে ঘরে রেখে আতিক হাসান চলে যান প্রেমিকার বাড়িতে। পড়েন সেখানে আটকা। নববধূ স্বামী আতিক হাসানকে খোঁজাখুঁজি করে না পেয়ে খবর পান পাশের আতকাপাড়া গ্রামে তিনি আটক আছেন।

নববধূ সেখানে গিয়ে স্বামীকে ফেরাতে পারেননি। আতিক কোনো অবস্থাতেই প্রেমিকার বাড়ি থেকে আসতে চায়নি। পরে বাধ্য হয়ে পরিবারের লোকজন নান্দাইল মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ আতিক হাসানকে থানায় নিয়ে যায়। এরপর আজ বৃহস্পতিবার ‘প্রেমিকার সঙ্গে সম্পর্ক নেই’ মর্মে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান। 

নববধূ বলেন, ‘স্বামী আতিক হাসান বিয়ের পর থেকে বলে আসছে, আমাকে পছন্দ হয়নি, পরিবারের মতে বিয়ে করেছি। বুধবার আমাকে ঘরে রেখে প্রেমিকার বাড়ি গভীর রাতে চলে গেছে। খোঁজ পেয়েও আমি ফেরাতে পারিনি। বাধ্য হয়ে পুলিশের মাধ্যমে ফেরানো সম্ভব হয়েছে।’ 

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, দুই পরিবারের সম্মতিতে প্রেমিকের সঙ্গে আতিক আর যোগাযোগ করবে না বলে মুচলেকা দিয়েছে। এ জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত