নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম। ৬৩ বছর বয়সের মধ্যে টানা ৩১ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে ছয়বারই নির্বাচিত হয়ে ১৯৯১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই পদে রয়েছেন।
আবুল কালাম ১৯৯১ সালে প্রথম সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। পরে ১৯৯৫ সালে দ্বিতীয়বার, ২০০৩ সালে তৃতীয়বার, ২০১১ সালে চতুর্থবার, ২০১৬ সালে পঞ্চবার এবং ২০২২ সালের ৫ জানুয়ারি ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আফাজ উদ্দিন আকন্দ এবং ২০২২ সালে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে এক ভোটে পরাজিত করে তিনি বিজয়ী হন।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে চলতি বছরের ৫ জানুয়ারি মোয়াজ্জেমপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলে। এতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবুল কালাম (টিউবওয়েল), আসাদুল ইসলাম রুবেল (মোরগ), আনোয়ার হোসেন সোহেল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে মোট ভোটার ২ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ হাজার ৮২১ ভোট কাস্টিং হয়। বাতিল হয় ১৩২ ভোট। এইি নির্বাচনে আবুল কালাম ৬৫৪ ভোট, আসাদুল ইসলাম রুবেল ৬৫৩ ভোট এবং আনোয়ার হোসেন সোহেল ৩৮২ ভোট পান। এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে পরাজিত করে বিজয়ী হন আবুল কালাম।
আবুল কালামের পরিবারে ৩ মেয়ে ও ৬ ছেলে রয়েছে। দীর্ঘদিন ইউপি সদস্য থেকেও পরিবারের ভরণপোষণ ছাড়া কিছুই করতে পারেননি তিনি। বাস করেন একটি টিনের ঘরে। এক দুর্ঘটনায় হাত ভেঙে গেলে ভাঙা হাত নিয়েই ৩১ বছর ধরে সাধারণ সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
বারবার একই ব্যক্তিকে মেম্বার পদে জয়ী করার কারণ জানতে চাইলে স্থানীয় ভোটারেরা বলেন, মেম্বার তো মেম্বারি ছাড়া আর কিছু করতে পারে না। তাঁর পরিবারে তিনিই প্রধান। ছেলেমেয়ের পড়াশোনা ও ভরণপোষণ তাঁকেই করতে হয়। যোগ্য ব্যক্তি, শেষ বয়স বলে বারবার সুযোগ দিচ্ছি।
ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ৫ নম্বর ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত আছি। শেষ বয়সে এসেও জনগণের ভালোবাসায় ১ ভোটের ব্যবধানে আবারও বিজয়ী হয়েছি। নির্বাচনটা আমার কাছে নেশা হয়ে গেছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন; আগামীতে আমার বড় ছেলে নির্বাচন করতে পারে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম। ৬৩ বছর বয়সের মধ্যে টানা ৩১ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন। ছয়বার নির্বাচনে অংশ নিয়ে ছয়বারই নির্বাচিত হয়ে ১৯৯১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এই পদে রয়েছেন।
আবুল কালাম ১৯৯১ সালে প্রথম সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। পরে ১৯৯৫ সালে দ্বিতীয়বার, ২০০৩ সালে তৃতীয়বার, ২০১১ সালে চতুর্থবার, ২০১৬ সালে পঞ্চবার এবং ২০২২ সালের ৫ জানুয়ারি ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আফাজ উদ্দিন আকন্দ এবং ২০২২ সালে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে এক ভোটে পরাজিত করে তিনি বিজয়ী হন।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে চলতি বছরের ৫ জানুয়ারি মোয়াজ্জেমপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলে। এতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবুল কালাম (টিউবওয়েল), আসাদুল ইসলাম রুবেল (মোরগ), আনোয়ার হোসেন সোহেল (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
৫ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে মোট ভোটার ২ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ হাজার ৮২১ ভোট কাস্টিং হয়। বাতিল হয় ১৩২ ভোট। এইি নির্বাচনে আবুল কালাম ৬৫৪ ভোট, আসাদুল ইসলাম রুবেল ৬৫৩ ভোট এবং আনোয়ার হোসেন সোহেল ৩৮২ ভোট পান। এক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম রুবেলকে পরাজিত করে বিজয়ী হন আবুল কালাম।
আবুল কালামের পরিবারে ৩ মেয়ে ও ৬ ছেলে রয়েছে। দীর্ঘদিন ইউপি সদস্য থেকেও পরিবারের ভরণপোষণ ছাড়া কিছুই করতে পারেননি তিনি। বাস করেন একটি টিনের ঘরে। এক দুর্ঘটনায় হাত ভেঙে গেলে ভাঙা হাত নিয়েই ৩১ বছর ধরে সাধারণ সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
বারবার একই ব্যক্তিকে মেম্বার পদে জয়ী করার কারণ জানতে চাইলে স্থানীয় ভোটারেরা বলেন, মেম্বার তো মেম্বারি ছাড়া আর কিছু করতে পারে না। তাঁর পরিবারে তিনিই প্রধান। ছেলেমেয়ের পড়াশোনা ও ভরণপোষণ তাঁকেই করতে হয়। যোগ্য ব্যক্তি, শেষ বয়স বলে বারবার সুযোগ দিচ্ছি।
ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ৫ নম্বর ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত আছি। শেষ বয়সে এসেও জনগণের ভালোবাসায় ১ ভোটের ব্যবধানে আবারও বিজয়ী হয়েছি। নির্বাচনটা আমার কাছে নেশা হয়ে গেছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন; আগামীতে আমার বড় ছেলে নির্বাচন করতে পারে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৬ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে