ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইব্রাহীম খলিল (২৪) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগে সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিলকেও উদ্ধার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সাফায়েত গণি মুক্তাগাছা উপজেলার ছাত্রাশিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেল অফিসে কর্মরত ছিলেন। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিল স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল বিভাগের ছাত্র।
পুলিশ বলছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চৌধার গ্রাম থেকে ইব্রাহীম খলিলকে পুলিশের পোশাক পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলামকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাফায়েত গনি সাগর। পরে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাফায়েত গনি ও রুমানসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন।
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশের সহায়তায় সাফায়েতকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী ইব্রাহীম খলিলকে উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় আনা হয়েছে।’
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ডের আবেদন করে ময়মনসিংহ ২ নম্বর আমলি আদালতে পাঠানো হয়েছে।’
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইব্রাহীম খলিল (২৪) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগে সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিলকেও উদ্ধার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সাফায়েত গণি মুক্তাগাছা উপজেলার ছাত্রাশিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেল অফিসে কর্মরত ছিলেন। ভুক্তভোগী মাদ্রাসাছাত্র ইব্রাহীম খলিল স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল বিভাগের ছাত্র।
পুলিশ বলছে, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চৌধার গ্রাম থেকে ইব্রাহীম খলিলকে পুলিশের পোশাক পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলামকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাফায়েত গনি সাগর। পরে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাফায়েত গনি ও রুমানসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন।
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীনূল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশের সহায়তায় সাফায়েতকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী ইব্রাহীম খলিলকে উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় আনা হয়েছে।’
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ডের আবেদন করে ময়মনসিংহ ২ নম্বর আমলি আদালতে পাঠানো হয়েছে।’
‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
২ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৪ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেদুদকের মামলায় যশোর কারাগারে বন্দী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) সাবেক উপাচার্য (ভিসি) ড. প্রফেসর আবদুস সাত্তার (৬৮) অসুস্থ হয়ে পড়েছেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে...
১ ঘণ্টা আগে