Ajker Patrika

বড় ভাইয়ের মৃত্যুর ২ ঘণ্টার পর চলে গেলেন ছোট ভাইও

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২০: ৫৪
বড় ভাইয়ের মৃত্যুর ২ ঘণ্টার পর চলে গেলেন ছোট ভাইও

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবরের দুই ঘণ্টার ব্যবধানে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল উজানপাড়া এলাকা ও ঢাকায় এ ঘটনা ঘটে। 

মৃত দুজন হলেন গোলাম মোস্তফা (৬৫) এবং রমজান আলী (৫০)। এঁদের মধ্যে মোস্তফা তিন ছেলে ও এক মেয়ে এবং রমজান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তাঁদের ভাতিজা বায়েজিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান পিনু স্বজনদের বরাতে জানান, গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার রাতে ব্রেইন স্ট্রোক করেন। এ ছাড়া বার্ধক্যের জন্য বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। 

এ খবর শুনে ঢাকায় থাকা ছোট ভাই রমজানও স্ট্রোক করেন। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত