Ajker Patrika

ধানখেতে পড়ে ছিল গলায় গামছা প্যাঁচানো লাশ, পাওয়া যায়নি অটোরিকশা 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
ধানখেতে পড়ে ছিল গলায় গামছা প্যাঁচানো লাশ, পাওয়া যায়নি অটোরিকশা 

শেরপুরে আবারও অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোশারফ হোসেন (৪২) উপজেলার পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। তিনি উপজেলার কাকরকান্দি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার ইফতারের পর বাড়ি থেকে বাজার করতে বেড়িয়ে অটোরিকশাসহ নিখোঁজ হন তিনি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন গতকাল বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন। এরপর ওষুধ ও বেগুন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে উপজেলার কাকরকান্দি বাজারে যান। রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে সকালে আত্মীয়স্বজন মিলে আশপাশের এলাকায় তাঁকে খোঁজ করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘাকপাড়া–মন্ডলিয়াপাড়া পাকা সড়কের পাশে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের শনাক্ত করতে কাজ চলছে।

এর আগে, গত ১১ মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোরিকশা চালক আসাদুজ্জামান নিখোঁজ হন। ১৩ মার্চ তাঁর মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা–নালিতাবাড়ী মহাসড়কের চেপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। একই দিন ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত