নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে আবারও অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মোশারফ হোসেন (৪২) উপজেলার পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। তিনি উপজেলার কাকরকান্দি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার ইফতারের পর বাড়ি থেকে বাজার করতে বেড়িয়ে অটোরিকশাসহ নিখোঁজ হন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন গতকাল বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন। এরপর ওষুধ ও বেগুন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে উপজেলার কাকরকান্দি বাজারে যান। রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে সকালে আত্মীয়স্বজন মিলে আশপাশের এলাকায় তাঁকে খোঁজ করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘাকপাড়া–মন্ডলিয়াপাড়া পাকা সড়কের পাশে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের শনাক্ত করতে কাজ চলছে।
এর আগে, গত ১১ মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোরিকশা চালক আসাদুজ্জামান নিখোঁজ হন। ১৩ মার্চ তাঁর মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা–নালিতাবাড়ী মহাসড়কের চেপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। একই দিন ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
শেরপুরে আবারও অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মোশারফ হোসেন (৪২) উপজেলার পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। তিনি উপজেলার কাকরকান্দি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার ইফতারের পর বাড়ি থেকে বাজার করতে বেড়িয়ে অটোরিকশাসহ নিখোঁজ হন তিনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন গতকাল বিকেলে বাড়ি ফিরে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন। এরপর ওষুধ ও বেগুন কেনার জন্য নিজের অটোরিকশা নিয়ে উপজেলার কাকরকান্দি বাজারে যান। রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে সকালে আত্মীয়স্বজন মিলে আশপাশের এলাকায় তাঁকে খোঁজ করতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘাকপাড়া–মন্ডলিয়াপাড়া পাকা সড়কের পাশে ধানখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর তাঁর মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের শনাক্ত করতে কাজ চলছে।
এর আগে, গত ১১ মার্চ রাতে জেলার নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকার অটোরিকশা চালক আসাদুজ্জামান নিখোঁজ হন। ১৩ মার্চ তাঁর মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় নকলা–নালিতাবাড়ী মহাসড়কের চেপাকুড়ি ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। একই দিন ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নি
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে