গাজীপুর প্রতিনিধি
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ছুটছেন মানুষ। গত কয়েক দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও এখন দৃশ্য ভিন্ন। আজ মঙ্গলবার থেকে সড়ক অনেকটাই ফাঁকা। এতে স্বস্তিতে রয়েছেন ঘরমুখী মানুষ।
আজ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। এ ছাড়া গাজীপুরের ছোট-বড় ৫ সহস্রাধিক শিল্প কল-কারখানায় ছুটি শুরু হয়েছে। ফলে গেল রাত থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায়। গভীর রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতি আবার কোথাও থেমে থেমে যানজট ছিল। তবে আজ ভোরে খানিকটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে কমতে থাকে। দুপুর পর্যন্ত কোথাও যানজট চোখে পড়েনি।
এদিকে মহাসড়কে কোনো কোনো স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনের স্বল্পতার কারণে। এ জন্য যাত্রীরা ছোট ট্রাক, পশুবাহী ফিরতি ট্রাক ও মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। ভাড়া স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি হলেও যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহগামী যাত্রী মিনারা বেগম বলেন, ‘সকালে বৃষ্টির কারণে রওনা দিতে দেরি হয়েছে। চৌরাস্তা এসে অনেক মানুষের ভিড়ে পড়েছি। ভাড়াও একটু বেশি চাচ্ছে।’
জামালপুরের যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘সকালে যাত্রীর চাপ বেশি ছিল। তাই আমি দুপুরে রওনা দিয়েছি। কিছুক্ষণ আগে আসছি। মনে হয় সড়কে কোনো ঝামেলা নেই। গাড়ি খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, একসঙ্গে সব কারখানা ছুটি হওয়ায় ভোর থেকে যাত্রীদের চাপ থাকলেও দুপুরের পর কমে গেছে। সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রীদের একটু অসুবিধা হচ্ছে, তবে সড়কে যানজট নেই।
আলমগীর হোসেন বলেন, ‘ঘুরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০০ সদস্য নিরলসভাবে কাজ করছি। আশা করছি এবারের ঈদযাত্রায় ভোগান্তি হবে না।’
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ছুটছেন মানুষ। গত কয়েক দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও এখন দৃশ্য ভিন্ন। আজ মঙ্গলবার থেকে সড়ক অনেকটাই ফাঁকা। এতে স্বস্তিতে রয়েছেন ঘরমুখী মানুষ।
আজ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। এ ছাড়া গাজীপুরের ছোট-বড় ৫ সহস্রাধিক শিল্প কল-কারখানায় ছুটি শুরু হয়েছে। ফলে গেল রাত থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায়। গভীর রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতি আবার কোথাও থেমে থেমে যানজট ছিল। তবে আজ ভোরে খানিকটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে কমতে থাকে। দুপুর পর্যন্ত কোথাও যানজট চোখে পড়েনি।
এদিকে মহাসড়কে কোনো কোনো স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনের স্বল্পতার কারণে। এ জন্য যাত্রীরা ছোট ট্রাক, পশুবাহী ফিরতি ট্রাক ও মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। ভাড়া স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি হলেও যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহগামী যাত্রী মিনারা বেগম বলেন, ‘সকালে বৃষ্টির কারণে রওনা দিতে দেরি হয়েছে। চৌরাস্তা এসে অনেক মানুষের ভিড়ে পড়েছি। ভাড়াও একটু বেশি চাচ্ছে।’
জামালপুরের যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘সকালে যাত্রীর চাপ বেশি ছিল। তাই আমি দুপুরে রওনা দিয়েছি। কিছুক্ষণ আগে আসছি। মনে হয় সড়কে কোনো ঝামেলা নেই। গাড়ি খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, একসঙ্গে সব কারখানা ছুটি হওয়ায় ভোর থেকে যাত্রীদের চাপ থাকলেও দুপুরের পর কমে গেছে। সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রীদের একটু অসুবিধা হচ্ছে, তবে সড়কে যানজট নেই।
আলমগীর হোসেন বলেন, ‘ঘুরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০০ সদস্য নিরলসভাবে কাজ করছি। আশা করছি এবারের ঈদযাত্রায় ভোগান্তি হবে না।’
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১১ ঘণ্টা আগে