ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্ত্রের মুখে তরুণীকে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা ইমরান হাসান সিজানকে (২৮) গ্রেপ্তার করেছে এপিবিএন-২ সাইবার ক্রাইম শাখা। গতকাল মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইমরান হাসান সিজান পৌর সদরের ধামদী এলাকার শামছুল্লাহ নান্টুর ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান হাসান সিজান তার বন্ধুর মাধ্যমে কৌশলে ভুক্তভোগীর মোবাইল নম্বর নেন। পরে প্রায়ই মোবাইলে তাদের কথা হতো। এর মাঝে গত নভেম্বর মাসে মোবাইলে ভুক্তভোগীকে ডেকে নিজ বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও করে।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার তার কাছে যেতে বাধ্য করে। সম্প্রতি ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। বিয়ের পর আবারও তাকে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ইমরান হাসান সিজান ভিকটিমের ধর্ষণের ভিডিও ফেসবুকে আপলোড করে স্বামীসহ বিভিন্ন গ্রুপ ও মেসেঞ্জার ছড়িয়ে দেয়।
বিষয়টি ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে আইনগত সহযোগিতা চাইলে তাকে ময়মনসিংহ এপিবিএন-২ মুক্তাগাছায় যেতে বলা হয়। গত ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পৌর শহরের হাসপাতাল রোড এলাকার নিজ বাসা থেকে ইমরান হাসান সিজানকে গ্রেপ্তার করে। পরে তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমঘটিত ঘটনা থেকে ধর্ষণ মামলা হয়েছে। সে পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।’
ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করে এপিবিএন থানায় হস্তান্তর করেছে। ওই তরুণী বাদী হয়ে ইমরান হাসান সিজানকে আসামি করে ধর্ষণ, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার পর তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্ত্রের মুখে তরুণীকে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা ইমরান হাসান সিজানকে (২৮) গ্রেপ্তার করেছে এপিবিএন-২ সাইবার ক্রাইম শাখা। গতকাল মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইমরান হাসান সিজান পৌর সদরের ধামদী এলাকার শামছুল্লাহ নান্টুর ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান হাসান সিজান তার বন্ধুর মাধ্যমে কৌশলে ভুক্তভোগীর মোবাইল নম্বর নেন। পরে প্রায়ই মোবাইলে তাদের কথা হতো। এর মাঝে গত নভেম্বর মাসে মোবাইলে ভুক্তভোগীকে ডেকে নিজ বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও করে।
এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার তার কাছে যেতে বাধ্য করে। সম্প্রতি ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। বিয়ের পর আবারও তাকে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ইমরান হাসান সিজান ভিকটিমের ধর্ষণের ভিডিও ফেসবুকে আপলোড করে স্বামীসহ বিভিন্ন গ্রুপ ও মেসেঞ্জার ছড়িয়ে দেয়।
বিষয়টি ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে আইনগত সহযোগিতা চাইলে তাকে ময়মনসিংহ এপিবিএন-২ মুক্তাগাছায় যেতে বলা হয়। গত ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পৌর শহরের হাসপাতাল রোড এলাকার নিজ বাসা থেকে ইমরান হাসান সিজানকে গ্রেপ্তার করে। পরে তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমঘটিত ঘটনা থেকে ধর্ষণ মামলা হয়েছে। সে পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।’
ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করে এপিবিএন থানায় হস্তান্তর করেছে। ওই তরুণী বাদী হয়ে ইমরান হাসান সিজানকে আসামি করে ধর্ষণ, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার পর তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
২৪ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে