Ajker Patrika

বিএনপির সমাবেশ শুরু, জনাকীর্ণ পলিটেকনিক মাঠ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৭: ৩৩
বিএনপির সমাবেশ শুরু, জনাকীর্ণ পলিটেকনিক মাঠ

দুপুর ২টা বাজার কিছুক্ষণ আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। ২টা ২০ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান। 

সমাবেশ সফল করতে আজ শনিবার সকাল থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা যোগ দিতে শুরু করেন। ময়মনসিংহের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ যোগদান করেন। 

রাস্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে ময়মনসিংহে বিএনপির জনাকীর্ণ বিভাগীয় সমাবেশ। ছবি: আজকের পত্রিকাসমাবেশ স্থলমুখী সড়কে বাস চলাচল বন্ধ থাকার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বাধ্য হয়ে তাঁরা জলপথে নৌকা ট্রলারে করে সমাবেশ যোগ দেন। এ ছাড়া রাস্তায় একাধিক কর্মী হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এর আগে বেলা ১২টা থেকে মঞ্চে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। তাঁরা বলেন, সব বাধা উপেক্ষা করে সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে এ সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে। 

রাস্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে ময়মনসিংহে বিএনপির জনাকীর্ণ বিভাগীয় সমাবেশ। ছবি: আজকের পত্রিকাআওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি-বাধা, লাঠি নিয়ে সড়কে অবস্থান ও  যানবাহন থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপরও ময়মনসিংহের সমাবেশস্থল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। স্লোগান, মিছিল আর বাদ্যের তালে তালে মুখরিতে হয়ে উঠেছে পুরো এলাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত