Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন

জাককানইবি প্রতিনিধি
নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির স্মরণিকার মোড়ক উন্মোচন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য সৌমিত্র শেখর। 

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রকাশিত স্মরণিকার নাম দেওয়া হয়েছে ‘আমরা টুটাব তিমির রাত’। নামকরণ করেছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসংগীত ‘চল চল চল’-এর একটি পঙ্‌ক্তি থেকে এই নামটি নেওয়া হয়েছে। স্মরণিকাটির প্রচ্ছদ অলংকরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার। উপক্রমণিকা লিখেছেন সাংবাদিক সমিতির সভাপতি মো. ফাহাদ বিন সাঈদ। 

স্মরণিকার মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘আজ সাংবাদিক সমিতির স্মরণিকা প্রকাশিত হল, এটি খুবই আনন্দের একটি বিষয়। বিশেষ করে, যেখানে সাংবাদিকদের কাজ লেখালেখি করা, সমাজের অসংগতিগুলো তুলে ধরা, সেখানে তাঁরা সেই কাজগুলো যথাযথভাবে করছে। এর পাশাপাশি নিজেরাও যে সাংবাদিকতাকে সাহিত্যের মর্যাদায় নিয়ে যাচ্ছে তার উৎকৃষ্ট নিদর্শন এই ‘আমরা টুটাব তিমির রাত’ সংকলন।’ 

স্মরণিকাটির সম্পাদক আহসান হাবীব বলেন, ‘আজকের দিনটি সমিতির জন্য একটি স্মরণীয় দিন। বিগত আট বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে সংগঠনটি স্বমহিমায় অবস্থান জানান দিয়েছে ক্যাম্পাসে। এরই ধারাবাহিকতায় আমাদের এই স্মরণিকা প্রকাশ। এতে জাতীয় পর্যায়ের নানা ব্যক্তিবর্গ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের লেখা স্থান পেয়েছে। আশা করছি, পাঠকেরা এই প্রকাশনা থেকে সাংবাদিকতার বিস্তৃত পথের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবে।’ 

স্মরণিকাটিতে শুভেচ্ছা বাণী দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কে এ খালিদ, ময়মনসিংহ-৭ আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ অনেকে। পাশাপাশি এতে লিখেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত রাশেদ আহমেদ আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত