Ajker Patrika

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রাত ১১টায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রাত ১১টায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ ঘুরে এসে পুনরায় হলের সামনে সমাবেশে রূপ নেয়। সেখানে শিক্ষার্থীরা দেশব্যাপী চলমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে, যখন একজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়, অথচ রাষ্ট্র নীরব। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় বারবার অপরাধীরা রক্ষা পায়। ইন্টেরিম সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, ‘এ ঘটনা নিছক একটি খুন নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতা। আগের ঘটনার সঠিক তদন্ত ও বিচার হলে আজ হয়তো এমন নৃশংসতা দেখতে হতো না। আমরা দল-মতনির্বিশেষে সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত