ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
শনিবার রাতে ফুলবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন হাসানকে (২১) হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘটনাস্থল থেকে শাকিল (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার কলেজ শিক্ষার্থীর বড় ভাই আসাদুজ্জামান বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার ফুলতলা গ্রামের আ. মালেকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের রামনগর জোরপুকুর পাড় গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে মামুন হাসান। সরকারি তিতুমীর কালেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পার্শ্ববর্তী কালাদহ ইউনিয়নের নিশিন্দার পাড় গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রেম সংক্রান্ত এসব বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
গতকাল শনিবার রাতে মামুন হাসান খাবার খেয়ে মোবাইল হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর প্রায় ৪ কিলোমিটার দূরে রাত প্রায় ১০টার দিকে হোরবাড়ির উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কের পাশে মেহগনি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। মরদেহের পাশে শরীরে রক্তমাখা এক যুবককে ছুরি হাতে দেখে পথচারীরা তাঁকে আটক করে বেঁধে ফেলেন। পরে ফুলবাড়িয়া থানা-পুলিশ মামুনের মরদেহ ও শাকিলকে থানায় নিয়ে আসে।
আর রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত মামুনের বাড়িতে লোকজনের ভিড়। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করছেন। মা মিনারা বেগম অনেকটা বাকরুদ্ধ। কান্নাজড়িত কণ্ঠে মা মিনারা বেগম জানান, রাতে খাবার খাওয়ার সময় মামুন জানতে চায়, ফরম পূরণের টাকা সংগ্রহ হয়েছে কি না? আজ ফরম পূরণ করতে ঢাকায় কলেজে যাওয়ার কথা ছিল। এই বলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
মামলার বাদী আসাদুজ্জামান বলেন, ‘প্রেম সংক্রান্ত ঘটনায় ছোট ভাই মামুনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘাতক শাকিলসহ মেয়ের পরিবারের লোকজনও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। হত্যার ঘটনায় জড়িতের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানাচ্ছি।’
ফুলবাড়িয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ছুরি দিয়ে বুকে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।’
শনিবার রাতে ফুলবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন হাসানকে (২১) হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘটনাস্থল থেকে শাকিল (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার কলেজ শিক্ষার্থীর বড় ভাই আসাদুজ্জামান বাদী হয়ে শাকিলসহ অজ্ঞাত আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার ফুলতলা গ্রামের আ. মালেকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের রামনগর জোরপুকুর পাড় গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে মামুন হাসান। সরকারি তিতুমীর কালেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পার্শ্ববর্তী কালাদহ ইউনিয়নের নিশিন্দার পাড় গ্রামের এক কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রেম সংক্রান্ত এসব বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
গতকাল শনিবার রাতে মামুন হাসান খাবার খেয়ে মোবাইল হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর প্রায় ৪ কিলোমিটার দূরে রাত প্রায় ১০টার দিকে হোরবাড়ির উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সড়কের পাশে মেহগনি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। মরদেহের পাশে শরীরে রক্তমাখা এক যুবককে ছুরি হাতে দেখে পথচারীরা তাঁকে আটক করে বেঁধে ফেলেন। পরে ফুলবাড়িয়া থানা-পুলিশ মামুনের মরদেহ ও শাকিলকে থানায় নিয়ে আসে।
আর রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত মামুনের বাড়িতে লোকজনের ভিড়। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করছেন। মা মিনারা বেগম অনেকটা বাকরুদ্ধ। কান্নাজড়িত কণ্ঠে মা মিনারা বেগম জানান, রাতে খাবার খাওয়ার সময় মামুন জানতে চায়, ফরম পূরণের টাকা সংগ্রহ হয়েছে কি না? আজ ফরম পূরণ করতে ঢাকায় কলেজে যাওয়ার কথা ছিল। এই বলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
মামলার বাদী আসাদুজ্জামান বলেন, ‘প্রেম সংক্রান্ত ঘটনায় ছোট ভাই মামুনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘাতক শাকিলসহ মেয়ের পরিবারের লোকজনও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। হত্যার ঘটনায় জড়িতের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানাচ্ছি।’
ফুলবাড়িয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ছুরি দিয়ে বুকে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে