নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত মো. মুরাদ হাসান ভূঁইয়ার হত্যাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে ফেরার পথে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেয় জনতা।
এদিকে জানাজা শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে লাশ কাঁধে নিয়ে মিছিল করে জনতা। মিছিলটি নান্দাইল নরসুন্দা ব্রিজে গেলে লাশ সড়কে রেখে ১৫ মিনিট অবরোধ করে উত্তেজিত জনতা। এতে মহাসড়কে যানজট তৈরি হয়।
মিছিলে হাজারো জনতা ‘মুরাদ হাসান ভূঁইয়ার হত্যাকারীদের বিচার ও সন্ত্রাসমুক্ত নান্দাইল চাই’ বলে স্লোগানে দিতে থাকেন। এর আগে, চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে মুরাদ হাসানের অনুষ্ঠিত জানাজায় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম শাহান, এমদাদুল হক ভূঁইয়া ও নাজিম উদ্দিন লিটন।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুরাদ হাসান হত্যার সঙ্গে জড়িত সব আসামিদের ধরতে দাবি জানান। অন্যথায় তার পরিবারসহ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে জানানো হয়।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে যান মুরাদ হাসানসহ কয়েকটি কিশোর। পৌরসভার চণ্ডীপাশা বর্মণপাড়ায় লিফলেট বিতরণ করে আসার পথে সরকারি চণ্ডীপাশা উচ্চবিদ্যালয়ের মাঠে দুর্বৃত্তরা পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মুরাদ হাসান মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আসামিদের আটকে চেষ্টা অব্যাহত আছে।’
লাশ নিয়ে মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘জানাজা শেষে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার সময় তারা স্লোগান দিতে দিতে চলে যায়। তখন আমাদের কিছু করার ছিল না।’
ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত মো. মুরাদ হাসান ভূঁইয়ার হত্যাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে ফেরার পথে লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেয় জনতা।
এদিকে জানাজা শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে লাশ কাঁধে নিয়ে মিছিল করে জনতা। মিছিলটি নান্দাইল নরসুন্দা ব্রিজে গেলে লাশ সড়কে রেখে ১৫ মিনিট অবরোধ করে উত্তেজিত জনতা। এতে মহাসড়কে যানজট তৈরি হয়।
মিছিলে হাজারো জনতা ‘মুরাদ হাসান ভূঁইয়ার হত্যাকারীদের বিচার ও সন্ত্রাসমুক্ত নান্দাইল চাই’ বলে স্লোগানে দিতে থাকেন। এর আগে, চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে মুরাদ হাসানের অনুষ্ঠিত জানাজায় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম শাহান, এমদাদুল হক ভূঁইয়া ও নাজিম উদ্দিন লিটন।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুরাদ হাসান হত্যার সঙ্গে জড়িত সব আসামিদের ধরতে দাবি জানান। অন্যথায় তার পরিবারসহ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলে জানানো হয়।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে যান মুরাদ হাসানসহ কয়েকটি কিশোর। পৌরসভার চণ্ডীপাশা বর্মণপাড়ায় লিফলেট বিতরণ করে আসার পথে সরকারি চণ্ডীপাশা উচ্চবিদ্যালয়ের মাঠে দুর্বৃত্তরা পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মুরাদ হাসান মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আসামিদের আটকে চেষ্টা অব্যাহত আছে।’
লাশ নিয়ে মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘জানাজা শেষে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার সময় তারা স্লোগান দিতে দিতে চলে যায়। তখন আমাদের কিছু করার ছিল না।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৯ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
২৫ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে