Ajker Patrika

মেহেরপুরে ভ্যান-ট্রলির সংঘর্ষে কৃষক নিহত 

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ভ্যান-ট্রলির সংঘর্ষে কৃষক নিহত 

মেহেরপুরের মুজিবনগরে ইঞ্জিনচালিত ভ্যান ও ট্রলির সংঘর্ষে ওয়াজ আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

আজ দুপুরে উপজেলার দারিয়াপুর বিজিবি ক্যাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওয়াজ আলী ওই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। 
 
এলাকাবাসী জানান, ওয়াজেদ আলী তাঁর খেতে ধানা মাড়াই করে একটি শ্যালোইঞ্জিন চালিত ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রলি নিয়ে মাঠের দিকে যাচ্ছিল। বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে দুটি যানবাহনের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ভ্যান চালক ওয়াজেদ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক সমঝোতায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বিকেলে লাশের দাফন সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত