Ajker Patrika

ঘন কুয়াশা: দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ, যানবাহন ও যাত্রীসহ মাঝনদীতে আটকা ৩ ফেরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ২৮
ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে গতকাল শুক্রবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝনদীতে যাত্রী, যানবাহনসহ তিনটি ফেরি আটকা পড়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা পোহাচ্ছে নানা দুর্ভোগ।

পাটুরিয়া ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টার দিকে আরিচা-কাজীরহাট নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ পদ্মায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহনবোঝাই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার অনুরূপ কাজীরহাট থেকে আরিচা আসার পথে মাঝ যমুনায় আটকে আছে খানজাহান আলী নামক ফেরি।

নাসির আহম্মেদ আরও বলেন, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন উভয় ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত