প্রতিনিধি, হরিরামপুর
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা গরুর হাটের পাশেই প্রায় ষাট বছর আগে থেকে শুরু বসবাস করেন কয়েকজন। যাদের পেশা ফেরি করে লেস ফিতা বিক্রি করা। নৌকা নিয়ে তাঁরা লেস ফিতা বিক্রি করেন। শান্দার সম্প্রদায় নামে পরিচিত তাঁরা। বর্তমানে ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবারের বসবাস।
জানা যায়, বছরে চার-পাঁচ মাস বিভিন্ন মেলায় লেস ফিতা ও গ্রাম্য মেলার জিনিসপত্র বিক্রি করেন তাঁরা। এতে যা আয় হয় তা দিয়েই সারা বছর জীবিকা নির্বাহ করেন তাঁরা। তবে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে দেড় বছর ধরে কোন মেলা না থাকায় বংশগত এ পেশা থেকে সড়ে যাচ্ছেন। জীবন চালাতে কেউ বা মাছ ধরেন, কেউ ছাতা মেরামত, লাইট মেরামত, মাছ ধরার ফাঁদ (টেটা) তৈরি আবার কেউ রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছেন। তারপরও নিয়মিত কাজ না করতে পেরে অনেক কষ্টে দিনযাপন করছেন তাঁরা।
এই সম্প্রদায়ের নাজমা বেগম এক নারী বলেন, মরিচ তুলে সংসার চালাচ্ছি। না খেয়ে তো থাকতে পারব না। মেলা করতে পারলে ভালো থাকতাম। শান্দার সম্প্রদায়ের বাদল মেলা করতেন, কিন্তু এখন তিনি বেকার। লাল মিয়া, বয়স ৬৫ এর বেশি। ছেলে জালে মাছ ধরে, টাকা দেয় কোন রকম চলে যায়। মেলা করতে না পারায় অনেক কষ্টে আছেন তিনি। কালু আর আলী মেলা না করতে পেরে মাছ ধরে সংসার চালান।
এই সম্প্রদায়ের আরকজন সদা পাগলা (৭০)। যার কষ্টের শেষ নেই। জীবনের শেষ বয়সে তিনি আরও বিপদে আছেন।
শান্দার সম্প্রদায়ের প্রতিনিধি শরিফ হোসেন দুর্জন জানান, ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবার বসবাস করেন। যাদের মূল পেশা মেলায় ফেরি করে মেলার জিনিসপত্র বিক্রি করা। তবে প্রায় দুই বছর ধরে মেলা না থাকায় কেউ মাছ ধরেন, মানুষের বাড়ি কামলা দিয়ে, কেউ বা লাইট মেরামত করে জীবিকা নির্বাহ করছেন। সরকারি সহায়তা কয়েকজন পেলেও অনেকের অবস্থা ভালো নেই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রশাসন সরকারি সহায়তা পেলেই শান্দার সম্প্রদায়ের লেকজনকে সহায়তা দেওয়া হয়। গত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় তাঁদের ঈদ সামগ্রীসহ ত্রাণ দেওয়া হয়েছে। শান্দার সম্প্রদায়ের শিশুদের জন্য বাই সাইকেলের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন ও করা হয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা গরুর হাটের পাশেই প্রায় ষাট বছর আগে থেকে শুরু বসবাস করেন কয়েকজন। যাদের পেশা ফেরি করে লেস ফিতা বিক্রি করা। নৌকা নিয়ে তাঁরা লেস ফিতা বিক্রি করেন। শান্দার সম্প্রদায় নামে পরিচিত তাঁরা। বর্তমানে ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবারের বসবাস।
জানা যায়, বছরে চার-পাঁচ মাস বিভিন্ন মেলায় লেস ফিতা ও গ্রাম্য মেলার জিনিসপত্র বিক্রি করেন তাঁরা। এতে যা আয় হয় তা দিয়েই সারা বছর জীবিকা নির্বাহ করেন তাঁরা। তবে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে দেড় বছর ধরে কোন মেলা না থাকায় বংশগত এ পেশা থেকে সড়ে যাচ্ছেন। জীবন চালাতে কেউ বা মাছ ধরেন, কেউ ছাতা মেরামত, লাইট মেরামত, মাছ ধরার ফাঁদ (টেটা) তৈরি আবার কেউ রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছেন। তারপরও নিয়মিত কাজ না করতে পেরে অনেক কষ্টে দিনযাপন করছেন তাঁরা।
এই সম্প্রদায়ের নাজমা বেগম এক নারী বলেন, মরিচ তুলে সংসার চালাচ্ছি। না খেয়ে তো থাকতে পারব না। মেলা করতে পারলে ভালো থাকতাম। শান্দার সম্প্রদায়ের বাদল মেলা করতেন, কিন্তু এখন তিনি বেকার। লাল মিয়া, বয়স ৬৫ এর বেশি। ছেলে জালে মাছ ধরে, টাকা দেয় কোন রকম চলে যায়। মেলা করতে না পারায় অনেক কষ্টে আছেন তিনি। কালু আর আলী মেলা না করতে পেরে মাছ ধরে সংসার চালান।
এই সম্প্রদায়ের আরকজন সদা পাগলা (৭০)। যার কষ্টের শেষ নেই। জীবনের শেষ বয়সে তিনি আরও বিপদে আছেন।
শান্দার সম্প্রদায়ের প্রতিনিধি শরিফ হোসেন দুর্জন জানান, ঝিটকাতে শান্দার সম্প্রদায়ের ৭৯টি পরিবার বসবাস করেন। যাদের মূল পেশা মেলায় ফেরি করে মেলার জিনিসপত্র বিক্রি করা। তবে প্রায় দুই বছর ধরে মেলা না থাকায় কেউ মাছ ধরেন, মানুষের বাড়ি কামলা দিয়ে, কেউ বা লাইট মেরামত করে জীবিকা নির্বাহ করছেন। সরকারি সহায়তা কয়েকজন পেলেও অনেকের অবস্থা ভালো নেই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রশাসন সরকারি সহায়তা পেলেই শান্দার সম্প্রদায়ের লেকজনকে সহায়তা দেওয়া হয়। গত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় তাঁদের ঈদ সামগ্রীসহ ত্রাণ দেওয়া হয়েছে। শান্দার সম্প্রদায়ের শিশুদের জন্য বাই সাইকেলের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন ও করা হয়েছে বলে জানান তিনি।
পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। চলতি বছর ৯ মে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়। সেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এবং সদ্য জামায়াতে যোগদান করা ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার। এদিকে একইসঙ্গে জাতীয়...
১২ মিনিট আগেগাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামফলকে ‘সরকারি’, ‘প্রাথমিক’ এবং ‘খ্রিস্টাব্দ’ শব্দগুলোতে ভুল আছে। কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সরকারি’ এবং ‘প্রাথমিক’ শব্দের বানানে বিসর্গ ব্যবহার করা হয়েছে। ‘নির্মাণ’-এর বদলে ‘নির্মাণ’ এবং ‘খ্রিস্টাব্দ’-এর স্থলে ভুলভাবে ‘ইং’ লেখা হয়
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
৪ ঘণ্টা আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
৫ ঘণ্টা আগে