শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পদ্মা নদীর পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়ার অষ্টম দিনে ফেরি রজনীগন্ধার কিছু অংশ পানিতে ভাসিয়েছে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ বুধবার সন্ধ্যার দিকে নদীর তলদেশে থেকে ফেরিটির এই অংশ ভাসিয়ে তোলা হয়। একই সময় নদীতে নিমজ্জিত আরও একটি ট্রাক উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর একটি সার্ভে জাহাজসহ রুস্তম, হামজা ও প্রত্যয় নামক শক্তিশালী তিনটি জাহাজ।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ পর্যন্ত পদ্মায় নিমজ্জিত আটটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি একটি ট্রাক শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার মাধ্যমে ট্রাকটি দ্রুত উদ্ধার করা হবে।’
এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে নয়টি যানবাহনসহ ইউটিলিটি ফেরি রজনীগন্ধা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার ৬ষ্ঠ দিনে পদ্মায় ভাসমান অবস্থায় ফেরির ইঞ্জিনচালকের লাশ উদ্ধার হয়।
আজ বুধবার অষ্টম দিনে একটি ট্রাকসহ মোট আটটি ট্রাক উদ্ধার হয়েছে। বাকি আরও একটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নদীর তলদেশে থাকা ট্রাকটি শনাক্ত করেছে সার্ভে জাহাজ ঝিনাই-১। আগামীকাল যেকোনো সময় ট্রাকটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উদ্ধার ইউনিট প্রধান ও বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুস সালাম বলেন, ‘নিমজ্জিত ফেরিটি তীব্র স্রোতে নদীর তলদেশে উল্টে ছিল। ফলে ফেরিতে পলি জমে ওজন আরও বেড়ে যায়। ২৪০ টন ওজনের ফেরি ৩০০ টন ছাড়িয়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে ৮০ থেকে ৯০ টন ভারোত্তোলন সম্ভব।’
তিনি বলেন, ‘গত শুক্রবার উদ্ধারকাজে যুক্ত হয় সংস্থার শক্তিশালী উদ্ধার জাহাজ প্রত্যয়। প্রত্যয়ের ভারোত্তোলন সক্ষমতা ২৫০ টন এতেও উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে। নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজে অংশ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় ফেরিটি সোজা অবস্থায় ভাসানোর চেষ্টা করে। তবে ফেরির তলায় ফাটল থাকায় এখনো তা পরিপূর্ণভাবে সম্ভব হয়নি।’
বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ‘নদীতে প্রবল স্রোত, কুয়াশা ও কনকনে শীতে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ও প্রচেষ্টার মাধ্যমে ডুবন্ত ফেরিটি কিছুটা ভাসানো সম্ভব হয়েছে।’
পদ্মা নদীর পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়ার অষ্টম দিনে ফেরি রজনীগন্ধার কিছু অংশ পানিতে ভাসিয়েছে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ বুধবার সন্ধ্যার দিকে নদীর তলদেশে থেকে ফেরিটির এই অংশ ভাসিয়ে তোলা হয়। একই সময় নদীতে নিমজ্জিত আরও একটি ট্রাক উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর একটি সার্ভে জাহাজসহ রুস্তম, হামজা ও প্রত্যয় নামক শক্তিশালী তিনটি জাহাজ।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ পর্যন্ত পদ্মায় নিমজ্জিত আটটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি একটি ট্রাক শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার মাধ্যমে ট্রাকটি দ্রুত উদ্ধার করা হবে।’
এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে নয়টি যানবাহনসহ ইউটিলিটি ফেরি রজনীগন্ধা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার ৬ষ্ঠ দিনে পদ্মায় ভাসমান অবস্থায় ফেরির ইঞ্জিনচালকের লাশ উদ্ধার হয়।
আজ বুধবার অষ্টম দিনে একটি ট্রাকসহ মোট আটটি ট্রাক উদ্ধার হয়েছে। বাকি আরও একটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নদীর তলদেশে থাকা ট্রাকটি শনাক্ত করেছে সার্ভে জাহাজ ঝিনাই-১। আগামীকাল যেকোনো সময় ট্রাকটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উদ্ধার ইউনিট প্রধান ও বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুস সালাম বলেন, ‘নিমজ্জিত ফেরিটি তীব্র স্রোতে নদীর তলদেশে উল্টে ছিল। ফলে ফেরিতে পলি জমে ওজন আরও বেড়ে যায়। ২৪০ টন ওজনের ফেরি ৩০০ টন ছাড়িয়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে ৮০ থেকে ৯০ টন ভারোত্তোলন সম্ভব।’
তিনি বলেন, ‘গত শুক্রবার উদ্ধারকাজে যুক্ত হয় সংস্থার শক্তিশালী উদ্ধার জাহাজ প্রত্যয়। প্রত্যয়ের ভারোত্তোলন সক্ষমতা ২৫০ টন এতেও উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে। নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজে অংশ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় ফেরিটি সোজা অবস্থায় ভাসানোর চেষ্টা করে। তবে ফেরির তলায় ফাটল থাকায় এখনো তা পরিপূর্ণভাবে সম্ভব হয়নি।’
বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ‘নদীতে প্রবল স্রোত, কুয়াশা ও কনকনে শীতে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ও প্রচেষ্টার মাধ্যমে ডুবন্ত ফেরিটি কিছুটা ভাসানো সম্ভব হয়েছে।’
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৬ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৮ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৪ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে