প্রতিনিধি
মাগুরা: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরকে মাগুরা শহরের কাঁচাবাজার সংলগ্ন ঈগল হোটেল, হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল, যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজ ও সৈকত হোটেলে রাখা হয়েছে। জানা গেছে, তাঁরা চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তাঁদের কারোর মধ্যেই করোনার উপসর্গ দেখা যায়নি। তবে সবার করোনা পরীক্ষা করা হবে।
ভারত ফেরত ৫০ জন বাংলাদেশি নাগরিক গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।
মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তাঁরা এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
আটককৃতদের নিরাপত্তা বা পালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ৫০ জনকে চারটি জায়গাতে রাখা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রয়েছে। যতদিন তাঁরা এখানে থাকবেন ততদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
মাগুরা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, তাঁরা সবাই স্বাস্থ্য পরীক্ষা করার কাগজপত্র দেখিয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৫০ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার জন্য।
মাগুরা: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরকে মাগুরা শহরের কাঁচাবাজার সংলগ্ন ঈগল হোটেল, হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল, যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজ ও সৈকত হোটেলে রাখা হয়েছে। জানা গেছে, তাঁরা চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তাঁদের কারোর মধ্যেই করোনার উপসর্গ দেখা যায়নি। তবে সবার করোনা পরীক্ষা করা হবে।
ভারত ফেরত ৫০ জন বাংলাদেশি নাগরিক গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।
মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তাঁরা এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
আটককৃতদের নিরাপত্তা বা পালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ৫০ জনকে চারটি জায়গাতে রাখা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রয়েছে। যতদিন তাঁরা এখানে থাকবেন ততদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
মাগুরা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, তাঁরা সবাই স্বাস্থ্য পরীক্ষা করার কাগজপত্র দেখিয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৫০ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার জন্য।
জামালপুরের ইসলামপুরে ৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ শেষ হতে না হতেই এর বিভিন্ন অংশ ধসে যাচ্ছে। সড়কে ভাঙন এবং সিসি ব্লক ধসে যাওয়ায় মেরামত কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। কেউ বলছেন, নিম্নমানের কাজ করা হয়েছে, যার ফলে সিসি ব্লক ধসে পড়ছে।
৭ মিনিট আগেরংপুরে আলুর দামে ধস নেমে কৃষকেরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। সরকারি দর ২২ টাকা নির্ধারণ করা হলেও হিমাগার খরচ বাদে কৃষকের হাতে আসছে মাত্র ৫ টাকা। উৎপাদন খরচের তুলনায় এত কম দাম পাওয়ায় চাষিদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
১ ঘণ্টা আগেঋণের টাকা শোধ না করে এবার উল্টো পাওনাদার ব্যাংকের বিরুদ্ধে মামলা করছে বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম। বিনিয়োগকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে গত মে মাস থেকে এ পর্যন্ত ১৩টি মামলা করেছে গ্রুপটি। সেসব মামলায় ব্যাংকগুলোর কাছ থেকে ১৬ হাজার ২৭০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে তারা।
২ ঘণ্টা আগেরাজধানীর মগবাজারের তাকওয়া হাসপাতালের পাশে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।
২ ঘণ্টা আগে