মাগুরা প্রতিনিধি
‘তরুণরা আমাকে পছন্দ করে। তাদের দুইটা করে ভোট দেওয়ার সুযোগ থাকলে তারা অনেক বেশি ভোট দিত, আমার টেনশনের কারণ ছিল না’— বলে মনে করেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাতে প্রচারণা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব। জেলার জামরুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তরুণ প্রজন্ম বেশি সাড়া দিয়েছেন জানিয়ে সাকিব বলেন, ‘তরুণদের নিয়ে খুব আশাবাদী। তারা আমাকে খুব পছন্দ করেছে। তাদের যদি দুইটা করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে তারা অনেক বেশি ভোট দিত। আমার টেনশনের কারণ ছিল না।’
সর্বোচ্চ ভোটের আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, ‘অনেকে মাগুরার বাইরে থাকে। অনেক কারণে হয়তো তারা আসতে পারবে না। তাই যারা মাগুরায় আছে তারা আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’
সাকিব বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তখন তো সবার জন্যই কাজ করব। দলমত-নির্বিশেষে আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’
জাতীয় দলের ক্রিকেট দলের খেলোয়াড়দের মাগুরা আসার বিষয়ে সাকিব বলেন, ‘তাদের আমি কাউকে আসতে বলিনি। বেশিরভাগ এসেছে আমাকে ভালোবাসে তাই। আমার সঙ্গে অনেকে অনেক দিন খেলছে। সেই টানে মাগুরায়। আমি ফোন করে কাউকে মাগুরায় আসতে বলিনি।’
ভোটারের থেকে সেলফি শিকারি বেশি কি না— প্রশ্নে সাকিব আল হাসান বলেন, ‘যারা সেলফি তুলেছে তারা যদি ভোটারও না হন, তবে তাদের মা বাবা তো ভোটার। সে ক্ষেত্রে একদিকে ভোটের জন্য ভালো কিছু হয়েছে।’
সাকিব বলেন, ক্রিকেটার হিসাবে সাধারণ মানুষের সঙ্গে মেশা হয়নি। কিন্তু রাজনীতির মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশছি, মানুষ আমাকে দেখছে, একটা পরিবর্তন দেখছে মানুষ।,
জেলা আওয়ামী লীগ সুসংগঠিত আছে জানিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমার তাই মনে হয়েছে। বর্তমান সংসদ সদস্য শিখর ভাই ছিলেন তিনিও আওয়ামী লীগের মানুষ। আমি যা বুঝি এটা দলের বিষয়। দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করে যেতে হবে। ক্রিকেট মাঠে আমি এমনই দেখেছি। আওয়ামী লীগের মতো বড় দলের কাছে আমি সব সময় সহযোগিতা পেয়ে আসছি।’
‘তরুণরা আমাকে পছন্দ করে। তাদের দুইটা করে ভোট দেওয়ার সুযোগ থাকলে তারা অনেক বেশি ভোট দিত, আমার টেনশনের কারণ ছিল না’— বলে মনে করেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাতে প্রচারণা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব। জেলার জামরুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তরুণ প্রজন্ম বেশি সাড়া দিয়েছেন জানিয়ে সাকিব বলেন, ‘তরুণদের নিয়ে খুব আশাবাদী। তারা আমাকে খুব পছন্দ করেছে। তাদের যদি দুইটা করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে তারা অনেক বেশি ভোট দিত। আমার টেনশনের কারণ ছিল না।’
সর্বোচ্চ ভোটের আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, ‘অনেকে মাগুরার বাইরে থাকে। অনেক কারণে হয়তো তারা আসতে পারবে না। তাই যারা মাগুরায় আছে তারা আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’
সাকিব বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তখন তো সবার জন্যই কাজ করব। দলমত-নির্বিশেষে আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’
জাতীয় দলের ক্রিকেট দলের খেলোয়াড়দের মাগুরা আসার বিষয়ে সাকিব বলেন, ‘তাদের আমি কাউকে আসতে বলিনি। বেশিরভাগ এসেছে আমাকে ভালোবাসে তাই। আমার সঙ্গে অনেকে অনেক দিন খেলছে। সেই টানে মাগুরায়। আমি ফোন করে কাউকে মাগুরায় আসতে বলিনি।’
ভোটারের থেকে সেলফি শিকারি বেশি কি না— প্রশ্নে সাকিব আল হাসান বলেন, ‘যারা সেলফি তুলেছে তারা যদি ভোটারও না হন, তবে তাদের মা বাবা তো ভোটার। সে ক্ষেত্রে একদিকে ভোটের জন্য ভালো কিছু হয়েছে।’
সাকিব বলেন, ক্রিকেটার হিসাবে সাধারণ মানুষের সঙ্গে মেশা হয়নি। কিন্তু রাজনীতির মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশছি, মানুষ আমাকে দেখছে, একটা পরিবর্তন দেখছে মানুষ।,
জেলা আওয়ামী লীগ সুসংগঠিত আছে জানিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমার তাই মনে হয়েছে। বর্তমান সংসদ সদস্য শিখর ভাই ছিলেন তিনিও আওয়ামী লীগের মানুষ। আমি যা বুঝি এটা দলের বিষয়। দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করে যেতে হবে। ক্রিকেট মাঠে আমি এমনই দেখেছি। আওয়ামী লীগের মতো বড় দলের কাছে আমি সব সময় সহযোগিতা পেয়ে আসছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৬ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৬ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৭ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৭ ঘণ্টা আগে