Ajker Patrika

পশুর সঙ্গে এ কেমন শত্রুতা! 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৯: ২২
পশুর সঙ্গে এ কেমন শত্রুতা! 

মাগুরার মহম্মদপুরে চার মাসের দুধের বাছুর মেরে পরিত্যক্ত পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার সকালে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। 

ঘটনাটি ঘটেছে উপজেলার বাবুখালী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। গত শনিবার দুপুর থেকে বাছুরটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজি চার দিন পর পরিত্যক্ত পুকুরে কচুরিপানার নিচে মৃত অবস্থায় বাছুরটি দেখতে পায় ভুক্তভোগী পরিবার। 

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মালিক উপজেলার হাটবাড়িয়া গ্রামের নাইমুল হোসেন একজন বর্গাচাষি। বাড়ির ভিটে ছাড়া আর কোনো জমিজমা নেই। একটি ব্যাটারিচালিত অটোচালক তিনি। এর পাশাপাশি তিনি গরু পালন করতেন। 

এ বিষয়ে নাইমুল হোসেন বলেন, ‘গত শনিবার দুপুরে বাছুরটি বাড়ির পাশে মুরাদ হোসেন নামে এক ব্যক্তির পাটখেতে চলে যায়। সেখানে কিছু পাটের পাতা খায়। দুপুরের পর থেকে বাছুরটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এলাকায় মাইকিং পর্যন্ত করেছি। আজ বুধবার সকালে হাটবাড়িয়া ইটভাটার পাশে পরিত্যক্ত পুকুর পাড়ে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। পুকুরে নেমে দেখি কচুরিপানার নিচে বাছুরটি মৃত অবস্থায় ঢাকা রয়েছে।’ 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরামুল হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদী সন্দেহ করছেন পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময়-প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ

প্রশাসনে এখন তিন ধরনের শক্তি সক্রিয়: ড. ইফতেখারুজ্জামান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত