মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে তিন হত্যাকাণ্ডের ঘটনার তিন দিন পর কালকিনি থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এই ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান। আরও একটি মামলা করেছেন নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবা রশিদ চৌকিদার। দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে।
গ্রেপ্তার দুজন হলেন—কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তার, স্থানীয় কোন্দল ও আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে বাঁশগাড়ীর ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজুল ইসলাম চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
দীর্ঘ দিন ধরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছে বলে নিহতদের পরিবারের দাবি।
নিহত আক্তার শিকদারের বাবা মোস্তাফিজুর রহমান সুমন, তাঁর ভাই রাজন বেপারীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবাও ইউপি চেয়ারম্যানকে আসামি করে ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ এই ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে।
বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে। হাট-বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তিন হত্যার ঘটনার দুটি মামলা হয়েছে। এ ছাড়া দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে তিন হত্যাকাণ্ডের ঘটনার তিন দিন পর কালকিনি থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এই ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান। আরও একটি মামলা করেছেন নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবা রশিদ চৌকিদার। দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে।
গ্রেপ্তার দুজন হলেন—কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোরে আধিপত্য বিস্তার, স্থানীয় কোন্দল ও আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে বাঁশগাড়ীর ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজুল ইসলাম চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
দীর্ঘ দিন ধরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছে বলে নিহতদের পরিবারের দাবি।
নিহত আক্তার শিকদারের বাবা মোস্তাফিজুর রহমান সুমন, তাঁর ভাই রাজন বেপারীসহ ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। নিহত সিরাজুল ইসলাম চৌকিদারের বাবাও ইউপি চেয়ারম্যানকে আসামি করে ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ এই ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে।
বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে। হাট-বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তিন হত্যার ঘটনার দুটি মামলা হয়েছে। এ ছাড়া দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটি পলাশেরই লেখা, যেখানে তিনি কঠিন জীবনে নিজের ব্যর্থতা ও যন্ত্রণার কথা বলে আত্মহত্যার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
১ ঘণ্টা আগেসাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি নওগাঁয়। আর খাদ্য কর্মকর্তা ওমর ফারুকও ওই জেলার বাসিন্দা। সাবেক মন্ত্রীর আশীর্বাদে দুই বছর আট মাস আগে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের চেয়ারে বসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মর্যাদার কর্মকর্তা ওমর ফারুক। আওয়ামী সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছেন...
৯ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের টানাপোড়েনের মধ্যে নতুন সংকট দেখা দিয়েছে ‘স্থানীয় চাপ’। তিন শিক্ষক-কর্মকর্তাকে লাঞ্ছিত করার সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেকুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রায় ২৩ কোটি টাকার ওষুধ ও মালপত্র কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ কাজে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজসহ টেন্ডার কমিটির কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা জড়িত বলে অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা আগে