Ajker Patrika

টাস্কফোর্স ও বিজিবির অভিযানে ২৪ ভারতীয় গরু জব্দ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
টাস্কফোর্স ও বিজিবির অভিযানে ২৪ ভারতীয় গরু জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট ও খেংটি গ্রামে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬টি এবং বুড়িমারী ও ঝালঙ্গী ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৮ টিসহ অবৈধভাবে নিয়ে আসা ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ২ ঘণ্টাব্যাপী উপজেলা প্রশাসন, বিজিবি, পাটগ্রাম থানা, গ্রাম পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। গঠিত টাস্কফোর্সের নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।

রংপুর ৬১ বিজিবি, ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার মোসলেম উদ্দিন ও ঝালঙ্গী ক্যাম্পের কমান্ডার সুবেদার বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্য, পাটগ্রাম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশ, গ্রাম পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন। 

গরুগুলোকে ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডারের জিম্মায় রাখা হয়েছেসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স ওই গ্রামের বিভিন্ন এলাকা ও বাড়ি তল্লাশি করে অবৈধ পথে আনা ভারতীয় ২৪টি গরু জব্দ করে। গরুগুলোকে ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের কমান্ডারের জিম্মায় রাখা হয়েছে। 

পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার বেলাল হোসেন বলেন, সকালে বিজিবি অভিযান চালিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ১৮টি গরু আটক করে। পরে টাস্কফোর্সের অভিযানে আরও ৬টি গরু জব্দ করা হয়। 

পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, চোরাচালান রোধে পাটগ্রাম উপজেলা জুড়ে টাস্কফোর্সের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। আটককৃত গরু গুলো নিলামে তুলতে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

স্ত্রী পুরুষ নন—আদালতে প্রমাণ করতে হবে মাখোঁকে

দায়িত্বে অবহেলায় নির্বাচন কর্মকর্তাদের শাস্তি বাড়ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত