লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একটি মার্কেটের তিনতলার ছাদ থেকে পড়ে মো. সিরাজ উদ্দিন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজ তাঁর বন্ধুসহ চারজনে মিলে ছাদে বসে গাঁজা সেবন ও আড্ডা দিচ্ছিলেন। তবে এটি দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড, পুলিশ তা খতিয়ে দেখেছে।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে শহরের উত্তর তেমুহানী এলাকার একটি মার্কেটের ছাদ থেকে পড়ে যান সিরাজ উদ্দিন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে সিরাজকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
সিরাজ উদ্দিন পৌর শহরের লিল্লাহ মসজিদসংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে বসে মোবারক, আল আমিন ও ফারুক নামের তিনজন মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা গাঁজা সেবন করেন। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সিরাজ। এ ঘটনার পর তাঁর বন্ধু এবং স্বজনেরা মোবারককে ধরে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা দেন এবং গাঁজা সেবন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আড্ডার একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান। সিরাজের সঙ্গে থাকা মোবারক নামের এক যুবককে মারধর করে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’
লক্ষ্মীপুরে একটি মার্কেটের তিনতলার ছাদ থেকে পড়ে মো. সিরাজ উদ্দিন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজ তাঁর বন্ধুসহ চারজনে মিলে ছাদে বসে গাঁজা সেবন ও আড্ডা দিচ্ছিলেন। তবে এটি দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড, পুলিশ তা খতিয়ে দেখেছে।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে শহরের উত্তর তেমুহানী এলাকার একটি মার্কেটের ছাদ থেকে পড়ে যান সিরাজ উদ্দিন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে সিরাজকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
সিরাজ উদ্দিন পৌর শহরের লিল্লাহ মসজিদসংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে বসে মোবারক, আল আমিন ও ফারুক নামের তিনজন মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা গাঁজা সেবন করেন। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সিরাজ। এ ঘটনার পর তাঁর বন্ধু এবং স্বজনেরা মোবারককে ধরে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা দেন এবং গাঁজা সেবন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আড্ডার একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান। সিরাজের সঙ্গে থাকা মোবারক নামের এক যুবককে মারধর করে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’
ডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে ডিমলার বাবুরহাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের দুর্দশা চোখে পড়ার মতো। চার বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও সেটি মাঝপথে বন্ধ হয়ে যায়। রাস্তা খোঁড়া হলেও পরে কাজ আর এগোয়নি। ইটের খোয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এখন পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
৬ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, খনি এলাকায় বসবাসকারী মানুষ সবসময় আতঙ্কে থাকেন। রাতে কম্পনের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেন। তারা আরও বলেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো প্রতিকার মিলছে না। যদি খনি কর্তৃপক্ষ তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়...
৯ মিনিট আগেবৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৪ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৪ ঘণ্টা আগে