Ajker Patrika

আইওএস ২৬ আপডেটের পর আইফোনের চার্জ দ্রুত ফুরাচ্ছে, অ্যাপল বলছে—‘সমস্যা নেই’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৫
আইওএস ২৬-এর স্টেবল সংস্করণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। ছবি: সিনেট
আইওএস ২৬-এর স্টেবল সংস্করণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। ছবি: সিনেট

নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৬ প্রকাশের পরই নতুন বিতর্কে জড়িয়েছে অ্যাপল। ব্যবহারকারীদের অভিযোগ, এই নতুন আপডেট ইনস্টল করার পর থেকেই আইফোনের ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। নতুন ফিচারগুলো নিয়েও দেখা দিয়েছে অসন্তোষ।

আপডেটটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই এই সমস্যা দেখা দিতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে এক্সে (পূর্বের টুইটার) ব্যবহারকারীরা ব্যাপকভাবে তাঁদের অভিযোগ প্রকাশ করছেন।

যা বলছেন ব্যবহারকারীরা

একজন ব্যবহারকারী জানিয়েছেন, আপডেট দেওয়ার পর তাঁর আইফোনের চার্জ ১০০ শতাংশ থেকে ৭৯ শতাংশে নেমে আসে মাত্র এক ঘণ্টার মধ্যেই। আরেকজন লিখেছেন, ‘আমার ব্যাটারির স্বাস্থ্য এখন ৮০ শতাংশে নেমে গেছে, আপডেট ইনস্টল করার পর থেকেই।’

তৃতীয় আরেক ব্যবহারকারী জানান, সকালে সাধারণ সময়ের চেয়ে অনেক কম ব্যবহারের পরও তাঁর ফোনের চার্জ অর্ধেকে নেমে এসেছে।

শুধু ব্যাটারি নয়, আইওএস ২৬-এর স্টেবল সংস্করণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তাঁদের মতে, এটি কিছুটা ত্রুটিযুক্ত এবং অ্যানিমেশন রেন্ডার করতেও সময় নেয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদক জানিয়েছেন, ফোনে পছন্দের থিমে ফিরে আসতেও কিছুটা সময় নিচ্ছে আপডেট করা সংস্করণটি।

এ বিষয়ে আগেই অ্যাপল এক সহায়তা নথিতে জানিয়েছে, বড় কোনো আপডেট দেওয়ার পর ব্যাটারির স্থায়িত্ব ও তাপমাত্রার ওপর সাময়িক প্রভাব পড়া ‘স্বাভাবিক’।

নথিতে বলা হয়েছে, ‘আপনি যখন একটি বড় আপডেট ইনস্টল করবেন, তখন আপডেটের পরবর্তী সময়ে ব্যাটারির স্থায়িত্ব ও তাপমাত্রা সংক্রান্ত কিছু পরিবর্তন লক্ষ করতে পারেন। এটি একটি সাময়িক প্রক্রিয়া এবং সময়ের সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে যাবে।’

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও সিনেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

‘সোহরাব-রুস্তম’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকার জীবনের করুণ অবসান!

৫ ইসলামি ব্যাংকে বসছে প্রশাসক, একীভূতকরণে লাগবে দুই বছর: বাংলাদেশ ব্যাংক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত