দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ভারত পেঁয়াজ রপ্তানি করবে না এমন খবরে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও পেঁয়াজের দাম বেড়ে যায়। এক দিনের ব্যবধানে গতকাল শনিবার দৌলতপুরের বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তবে রাত পোহাতেই আজ রোববার দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।
উপজেলার বড় পাইকারি বাজার তারাগুনিয়া ঘুরে জানা গেছে, গতকাল শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকায়, যা আজ সকালে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আজ রোববার সকালে তারাগুনিয়ার খুচরা বাজারে পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে সবজি ফেরিওয়ালারা আগের দাম ১৬০ টাকায়ই বিক্রি করছেন।
এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। পেঁয়াজের দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। তা ছাড়া সরকারি নীতিমালা অনুসারে বাজারদর নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদের সবজি বাজারে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতা হাসিবুরসহ একাধিক ব্যবসায়ী জানান, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা। তাঁরা ১৫৫ থেকে ১৬০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। তাঁরা আরও জানান, দাম বেশির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে, ক্রেতারাও কিনছেন কম।
তারাগুনিয়া বাজারে বাজার করতে আসা রতন মিয়া বলেন, গতকালের তুলনায় আজ পেঁয়াজের বাজার কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন তাঁরা। আতিয়ার নামের আরেকজন বলেন, ‘পেঁয়াজের দাম আজ কমেছে। অন্যান্য এলাকার তুলনায় আমাদের এখানে পেঁয়াজের দাম কম।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দৌলতপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫০০ হেক্টর। ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে পেঁয়াজের কোনো সংকট তৈরি হবে না। কিছু অসাধু ব্যবসায়ী দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ভারত পেঁয়াজ রপ্তানি করবে না এমন খবরে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও পেঁয়াজের দাম বেড়ে যায়। এক দিনের ব্যবধানে গতকাল শনিবার দৌলতপুরের বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তবে রাত পোহাতেই আজ রোববার দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।
উপজেলার বড় পাইকারি বাজার তারাগুনিয়া ঘুরে জানা গেছে, গতকাল শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকায়, যা আজ সকালে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আজ রোববার সকালে তারাগুনিয়ার খুচরা বাজারে পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে সবজি ফেরিওয়ালারা আগের দাম ১৬০ টাকায়ই বিক্রি করছেন।
এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। পেঁয়াজের দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। তা ছাড়া সরকারি নীতিমালা অনুসারে বাজারদর নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদের সবজি বাজারে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতা হাসিবুরসহ একাধিক ব্যবসায়ী জানান, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা। তাঁরা ১৫৫ থেকে ১৬০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। তাঁরা আরও জানান, দাম বেশির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে, ক্রেতারাও কিনছেন কম।
তারাগুনিয়া বাজারে বাজার করতে আসা রতন মিয়া বলেন, গতকালের তুলনায় আজ পেঁয়াজের বাজার কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন তাঁরা। আতিয়ার নামের আরেকজন বলেন, ‘পেঁয়াজের দাম আজ কমেছে। অন্যান্য এলাকার তুলনায় আমাদের এখানে পেঁয়াজের দাম কম।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দৌলতপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫০০ হেক্টর। ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে পেঁয়াজের কোনো সংকট তৈরি হবে না। কিছু অসাধু ব্যবসায়ী দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
৩১ মিনিট আগেনজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের
৩৬ মিনিট আগেচলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
২ ঘণ্টা আগে