কুষ্টিয়া প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবউল আলম হানিফ নির্বাচনের ফল তাঁর পক্ষে নিতে নানাভাবে চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পারভেজ আনোয়ার তণু।
আজ শনিবার দুপুরে শহরের আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন পারভেজ আনোয়ার তনু।
নৌকার প্রচারণা চালাচ্ছেন—এমন শিক্ষকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান ও প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে হানিফের গোপন বৈঠকসহ নানা অভিযোগ করেছেন কুষ্টিয়ার মেয়র পুত্র পারভেজ আনোয়ার তণু।
লিখিত বক্তব্যে তণু বলেন, ‘মাহবুবউল আলম হানিফের এমন কিছু অনুগত শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তাদের নিয়োগ বাতিল করা হয়নি। স্থানীয় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনেক সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নন এমপিও অস্থায়ী শিক্ষক সুজন কুমার বিশ্বাস ও প্রতাপ কুমার বিশ্বাসসহ একাধিক শিক্ষক যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার হিসেবে।’
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ‘৪০ থেকে ৪৫টি ভোট কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ তৈরি করে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছেন মাহবুবউল আলম হানিফ।’
সংবাদ সম্মেলনে তণু বলেন, ‘নৌকার প্রার্থী তাঁর পিটিআই রোডের বাসভবনে আজ (শনিবার) সকাল থেকে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। প্রশাসনের একটি অংশ ব্যবহার করে ফলাফল তাঁর (হানিফের) অনুকূলে নিতে পরিকল্পনা সাজাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর।
তনু আরও অভিযোগ করেন, ভোটের ঠিক একদিন আগে তাঁর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে। ঈগলের পোলিং এজেন্ট হলে নির্বাচনের আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তণু বলেন, শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন আমার সমর্থকদের ঘরে ঘরে যেয়ে প্রাণনাশের হুমকি দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ভোটার উপস্থিতি কমাতে মাহবুবউল আলম হানিফের লোকজন আজ শনিবার এবং আগামীকাল বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পারভেজ আনোয়ার তনু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবউল আলম হানিফ নির্বাচনের ফল তাঁর পক্ষে নিতে নানাভাবে চক্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পারভেজ আনোয়ার তণু।
আজ শনিবার দুপুরে শহরের আড়ুয়াপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন পারভেজ আনোয়ার তনু।
নৌকার প্রচারণা চালাচ্ছেন—এমন শিক্ষকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান ও প্রশাসনের লোকদের সঙ্গে নিয়ে হানিফের গোপন বৈঠকসহ নানা অভিযোগ করেছেন কুষ্টিয়ার মেয়র পুত্র পারভেজ আনোয়ার তণু।
লিখিত বক্তব্যে তণু বলেন, ‘মাহবুবউল আলম হানিফের এমন কিছু অনুগত শিক্ষককে প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পরও তাদের নিয়োগ বাতিল করা হয়নি। স্থানীয় কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনেক সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নন এমপিও অস্থায়ী শিক্ষক সুজন কুমার বিশ্বাস ও প্রতাপ কুমার বিশ্বাসসহ একাধিক শিক্ষক যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার হিসেবে।’
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ‘৪০ থেকে ৪৫টি ভোট কেন্দ্রের বাইরে পরিকল্পিতভাবে গোলযোগ তৈরি করে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছেন মাহবুবউল আলম হানিফ।’
সংবাদ সম্মেলনে তণু বলেন, ‘নৌকার প্রার্থী তাঁর পিটিআই রোডের বাসভবনে আজ (শনিবার) সকাল থেকে একাধিক সরকারি কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন। প্রশাসনের একটি অংশ ব্যবহার করে ফলাফল তাঁর (হানিফের) অনুকূলে নিতে পরিকল্পনা সাজাচ্ছেন বলেও অভিযোগ এই প্রার্থীর।
তনু আরও অভিযোগ করেন, ভোটের ঠিক একদিন আগে তাঁর পোলিং এজেন্টদের হুমকি দেওয়া শুরু হয়েছে। ঈগলের পোলিং এজেন্ট হলে নির্বাচনের আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে তণু বলেন, শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তাঁর লোকজন আমার সমর্থকদের ঘরে ঘরে যেয়ে প্রাণনাশের হুমকি দেন। তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ভোটার উপস্থিতি কমাতে মাহবুবউল আলম হানিফের লোকজন আজ শনিবার এবং আগামীকাল বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পারভেজ আনোয়ার তনু।
পরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
২ মিনিট আগেনজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের
৭ মিনিট আগেচলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
২ ঘণ্টা আগে