কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গরু জবাইয়ের রক্ত অপসারণ নিয়ে দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম মো. সেলিম (৩৫)। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, নিহত ব্যক্তি উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়ার মো. মুসার ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি মালের ব্যবসায়ী।
চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মেছের আলী বলেন, গরু জবাইয়ের রক্ত অপসারণকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় ঠেলাঠেলির বাজারে দু’পক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মারামারি হয়। এ সময় কাঠের বাটামের আঘাতে সেলিম গুরুতর আহত হন।
মো. মেছের আলী আরও বলেন, ‘আহত হওয়ার পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুদ্দোজা বলেন, ‘নিহত সেলিম আমার সমর্থক। পূর্ব শত্রুতা করে প্রতিপক্ষের রবিউল প্রামাণিক, আমির হামজা, শহিদুল, শাহাজালাল বাঁশ ও কাঠের লাঠি এবং রড দিয়ে মাথায় আঘাত করেছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
আজ রাত ৮টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।’
কুষ্টিয়ার কুমারখালীতে গরু জবাইয়ের রক্ত অপসারণ নিয়ে দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম মো. সেলিম (৩৫)। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, নিহত ব্যক্তি উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়ার মো. মুসার ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি মালের ব্যবসায়ী।
চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মেছের আলী বলেন, গরু জবাইয়ের রক্ত অপসারণকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় ঠেলাঠেলির বাজারে দু’পক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মারামারি হয়। এ সময় কাঠের বাটামের আঘাতে সেলিম গুরুতর আহত হন।
মো. মেছের আলী আরও বলেন, ‘আহত হওয়ার পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুদ্দোজা বলেন, ‘নিহত সেলিম আমার সমর্থক। পূর্ব শত্রুতা করে প্রতিপক্ষের রবিউল প্রামাণিক, আমির হামজা, শহিদুল, শাহাজালাল বাঁশ ও কাঠের লাঠি এবং রড দিয়ে মাথায় আঘাত করেছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
আজ রাত ৮টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।’
স্থানীয়দের আশঙ্কা, লুট হওয়া অস্ত্র ও গুলি যেকোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই শঙ্কা আরও তীব্র হয়েছে। শহরের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই অস্ত্র যদি রাজনৈতিক সহিংসতায় ব্যবহৃত হয়, তাহলে আমরা আবারও অস্থিরতার মধ্যে পড়ব।”
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁওয়ে ১৭৫ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে সাভারের নামাবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক ব্যবসায়ীর দোকান থেকে ডাকাতির প্রায় ২৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দুজনই আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন জাতীয়...
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ব্যাংকে তাঁর ব্যক্তিগত হিসাব নম্বরে (অ্যাকাউন্ট) কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগে