কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
নিয়ম ভেঙে দরপত্র ছাড়ায় কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও ভাঙা ভবনের ইট দিয়ে নতুন ভবনে প্রবেশপথ তৈরি করারও অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকালে যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গিয়ে দেখা যায়, দুইতলা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রবেশের জন্য নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। নতুন ভবনের সামনে ও রাস্তা সংলগ্ন পরিত্যক্ত আবাসিক ভবন ভাঙনের কাজ করছে দুজন শ্রমিক।
নাম প্রকাশ না করা শর্তে একজন বলেন, এক্স এন (প্রকৌশলী), ডাক্তার ও ঠিকাদারের নির্দেশে ভবন ভাঙা হচ্ছে। ভবন ভেঙে নতুন ভবনের রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তায় ভবন ভাঙা ইট ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, পরিত্যক্ত আবাসিক ভবনের একটি রুম (কক্ষ) ও দুইটি বাথরুম ভাঙা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রবেশ পথের জন্য দরপত্র ছাড়ায় পরিত্যক্ত আবাসিক ভবনটি ভাঙা হচ্ছে। কিন্তু ভাঙা ভবনের ইট, লোহা ও অংশবিশেষ কোথায় যাচ্ছে তা জানা যায়নি।
এ বিষয়ে কাজের ঠিকাদার আতিয়ার রহমান বলেন, ‘সবকিছু অফিসের নিয়মে হয় না। রাস্তা নির্মাণের জন্য আনঅফিসিয়ালভাবে অনুমতি নিয়ে ভবন ভাঙা হচ্ছে। ভাঙা অংশ এখানেই আছে। এ নিয়ে মাতামাতির কি আছে। ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতে হবে।’
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, ‘আমি অনেক দিন ছুটিতে ছিলাম। ভবন ভাঙার বিষয়ে কিছু জানি না। একাধিকবার পরিত্যক্ত ভবনগুলো অপসারণের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করেছি। তবে দরপত্র হয়েছে কি না জানি না।’
নিয়ম ভেঙে দরপত্র ছাড়ায় কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও ভাঙা ভবনের ইট দিয়ে নতুন ভবনে প্রবেশপথ তৈরি করারও অভিযোগ উঠেছে।
আজ সোমবার সকালে যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গিয়ে দেখা যায়, দুইতলা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রবেশের জন্য নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। নতুন ভবনের সামনে ও রাস্তা সংলগ্ন পরিত্যক্ত আবাসিক ভবন ভাঙনের কাজ করছে দুজন শ্রমিক।
নাম প্রকাশ না করা শর্তে একজন বলেন, এক্স এন (প্রকৌশলী), ডাক্তার ও ঠিকাদারের নির্দেশে ভবন ভাঙা হচ্ছে। ভবন ভেঙে নতুন ভবনের রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তায় ভবন ভাঙা ইট ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, পরিত্যক্ত আবাসিক ভবনের একটি রুম (কক্ষ) ও দুইটি বাথরুম ভাঙা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রবেশ পথের জন্য দরপত্র ছাড়ায় পরিত্যক্ত আবাসিক ভবনটি ভাঙা হচ্ছে। কিন্তু ভাঙা ভবনের ইট, লোহা ও অংশবিশেষ কোথায় যাচ্ছে তা জানা যায়নি।
এ বিষয়ে কাজের ঠিকাদার আতিয়ার রহমান বলেন, ‘সবকিছু অফিসের নিয়মে হয় না। রাস্তা নির্মাণের জন্য আনঅফিসিয়ালভাবে অনুমতি নিয়ে ভবন ভাঙা হচ্ছে। ভাঙা অংশ এখানেই আছে। এ নিয়ে মাতামাতির কি আছে। ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতে হবে।’
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, ‘আমি অনেক দিন ছুটিতে ছিলাম। ভবন ভাঙার বিষয়ে কিছু জানি না। একাধিকবার পরিত্যক্ত ভবনগুলো অপসারণের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করেছি। তবে দরপত্র হয়েছে কি না জানি না।’
টাঙ্গাইলের মধুপুরে সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো দলিল নিবন্ধন হয় না বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, মনঃপূত ঘুষ না দিলে জমির দলিল নিবন্ধন ছাড়াই ফিরে আসতে হয় ক্রেতা-বিক্রেতাদের। এ নিয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা রেজিস্ট্রার ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ বিষয়ে লিখিত...
৬ ঘণ্টা আগেসিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিবারই চরম দুর্ভোগে পড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের প্রফেসরপাড়াসহ বেশ কিছু নিচু এলাকায়...
৬ ঘণ্টা আগেহাওর অধ্যুষিত সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বহুল প্রত্যাশিত সেই পালে হাওয়া লাগলেও প্রস্তাবিত স্থান নিয়ে চলছে টানাপোড়েন। স্থানীয়দের একদল বলছে দেখার হাওরের একাংশ ভরাট করে বিশ্ববিদ্যালয় হলে প্রকৃতি-পরিবেশের ক্ষতি হবে। আরেক দল এই হাওরেই বিশ্ববিদ্যালয় করার পক্ষে।
৬ ঘণ্টা আগে২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থী চূড়ান্তের কার্যক্রম চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। বসে নেই বড় রাজনৈতিক দল বিএনপিও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলটি বিভিন্ন আসনে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্তও করেছে। কিন্তু খুলনার ৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
৭ ঘণ্টা আগে