কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় তেঁতুলগাছ থেকে মাটিতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইকরাম (১৬) মধুপুর কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আইজুদ্দিনের ছেলে। সে দুই ভাই-বোনের মধ্যে ছোট। তার বাবা একজন ভ্যানচালক।
খোকসা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হিজলাবটের লাল তেঁতুলগাছ থেকে পড়ে ওই স্কুলছাত্র গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে ঢামেকে মারা যায় সে।’
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ইকরাম হিজলাবটে নানাবাড়িতে গিয়েছিল। ওই দিন বিকেলে তেঁতুলগাছে উঠে মাটিতে পড়ে যায়। এতে তার মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থান কোনো উন্নতি না হওয়ায় গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত ছাত্রের চাচাতো ভাই হেলাল উদ্দিন বলেন, ‘নানাবাড়িতে বেড়াতে গিয়ে লাল তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়তে গিয়েছিল ইকরাম। ওই সময় বিদ্যুতের শক খেয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হচ্ছিল। চিকিৎসার জন্য প্রথমে খোকসা, তারপর যথাক্রমে কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। পরে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়য়ই মারা যায় ইকরাম।’
কুষ্টিয়ার খোকসায় তেঁতুলগাছ থেকে মাটিতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইকরাম (১৬) মধুপুর কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আইজুদ্দিনের ছেলে। সে দুই ভাই-বোনের মধ্যে ছোট। তার বাবা একজন ভ্যানচালক।
খোকসা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হিজলাবটের লাল তেঁতুলগাছ থেকে পড়ে ওই স্কুলছাত্র গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে ঢামেকে মারা যায় সে।’
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ইকরাম হিজলাবটে নানাবাড়িতে গিয়েছিল। ওই দিন বিকেলে তেঁতুলগাছে উঠে মাটিতে পড়ে যায়। এতে তার মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থান কোনো উন্নতি না হওয়ায় গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত ছাত্রের চাচাতো ভাই হেলাল উদ্দিন বলেন, ‘নানাবাড়িতে বেড়াতে গিয়ে লাল তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়তে গিয়েছিল ইকরাম। ওই সময় বিদ্যুতের শক খেয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হচ্ছিল। চিকিৎসার জন্য প্রথমে খোকসা, তারপর যথাক্রমে কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। পরে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়য়ই মারা যায় ইকরাম।’
চলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
৩৮ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
৪৩ মিনিট আগেকিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ এবং ১৪৪ ধারার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় গতকাল রোববার হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ সেনাসদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় আগুন দেওয়া হয়েছে একটি বাজারের দোকানপাটে।
৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৩ ঘণ্টা আগে