দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আগামীকাল সোমবার এই মানববন্ধনের ডাক দিয়েছে। এ জন্য গতকাল শনিবার উপজেলায় দিনব্যাপী মাইকিং করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল শনিবার উপজেলাজুড়ে দিনব্যাপী মাইকিং করে। এ সময় মাইকে বলতে শোনা যায়, ‘বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ওসির দুর্ব্যবহার ও অবহেলার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভায় সব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, নাতি-নাতনি এবং দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সদস্যরা দলে দলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, “ওসি রফিকুলের অপসারণ চাই”।’
জানা গেছে, গত ৩ মার্চ উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়। মামলার আসামিরা জামিনে এসে আবারও তিনি ও তাঁর পরিবারের লোকজনকে মারধর ও হত্যার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আহত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনসহ আটজন মুক্তিযোদ্ধা ওসির সঙ্গে কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৮ মার্চ আমিসহ আটজন মুক্তিযোদ্ধা থানায় ওসির সঙ্গে দেখা করতে যাই। এ সময় তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি সালামের জবাব দেননি, এমনকি বসতেও বলেননি। অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সবার সঙ্গে বাজে আচরণ করেন।’
দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ওসির অফিসে গিয়ে দেখি তিনি চেয়ারে বসে টেবিলের ওপরে পা তুলে সিগারেট টানছেন। এ সময় তিনি আমাদের বসতেও বলেননি এবং আমরা তাঁকে সালাম দিলেও তিনি জবাব দেননি। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়ের ওপর হামলা ও হুমকির বিষয়ে কথা বলতে গেলে তিনি আমাদের বলেন, এসব বিষয় নিয়ে আমরা কেন তাঁর কাছে গিয়েছি। এ সময় তিনি আমাদের থানা থেকে বের করে দেন।’
সেকেন্দার আলী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে অপসারণসহ ওসির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ যদি সত্য হয় আপনারা লিখবেন। তাতে আমার কোনো আপত্তি নেই। আর মিথ্যা হলে লিখবেন না।’
এ বিষয়ে জানতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তবে মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই।’
কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আগামীকাল সোমবার এই মানববন্ধনের ডাক দিয়েছে। এ জন্য গতকাল শনিবার উপজেলায় দিনব্যাপী মাইকিং করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল শনিবার উপজেলাজুড়ে দিনব্যাপী মাইকিং করে। এ সময় মাইকে বলতে শোনা যায়, ‘বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ওসির দুর্ব্যবহার ও অবহেলার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। সভায় সব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান, নাতি-নাতনি এবং দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সদস্যরা দলে দলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, “ওসি রফিকুলের অপসারণ চাই”।’
জানা গেছে, গত ৩ মার্চ উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়। মামলার আসামিরা জামিনে এসে আবারও তিনি ও তাঁর পরিবারের লোকজনকে মারধর ও হত্যার হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আহত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনসহ আটজন মুক্তিযোদ্ধা ওসির সঙ্গে কথা বলতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৮ মার্চ আমিসহ আটজন মুক্তিযোদ্ধা থানায় ওসির সঙ্গে দেখা করতে যাই। এ সময় তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি সালামের জবাব দেননি, এমনকি বসতেও বলেননি। অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সবার সঙ্গে বাজে আচরণ করেন।’
দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ওসির অফিসে গিয়ে দেখি তিনি চেয়ারে বসে টেবিলের ওপরে পা তুলে সিগারেট টানছেন। এ সময় তিনি আমাদের বসতেও বলেননি এবং আমরা তাঁকে সালাম দিলেও তিনি জবাব দেননি। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়ের ওপর হামলা ও হুমকির বিষয়ে কথা বলতে গেলে তিনি আমাদের বলেন, এসব বিষয় নিয়ে আমরা কেন তাঁর কাছে গিয়েছি। এ সময় তিনি আমাদের থানা থেকে বের করে দেন।’
সেকেন্দার আলী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ঘটনায় আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে অপসারণসহ ওসির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ যদি সত্য হয় আপনারা লিখবেন। তাতে আমার কোনো আপত্তি নেই। আর মিথ্যা হলে লিখবেন না।’
এ বিষয়ে জানতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তবে মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই।’
চলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
১ ঘণ্টা আগেকিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ এবং ১৪৪ ধারার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় গতকাল রোববার হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ সেনাসদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় আগুন দেওয়া হয়েছে একটি বাজারের দোকানপাটে।
৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৩ ঘণ্টা আগে