কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সময় র্যালিতে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াসের বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে আজ শুক্রবার আপত্তিকর বক্তব্য ও স্লোগানের এমন অভিযোগ তোলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ।
তিনি বলেন, ‘যুব অধিকার পরিষদের ওই নেতা আগে ছাত্রদল করতেন। তিনি স্বাধীনতা বিরোধী ও দুষ্কৃতকারী। তিনি মহান বিজয় দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর নাম একটি মিছিল বের করেন। মিছিলে তাঁর নেতাকর্মীরা স্লোগান দেন জ্বালোরে জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। তিয়াস ভাই আসছে, রাজপথ কাঁপছে।’
যুবলীগ সভাপতি হারুন অর রশিদ আরও বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা সাংবাদিকের সাক্ষাৎকারে বলছে, দেশে এখন রাজনীতির বড় ব্যবসা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে পুঁজি করেই বর্তমান সরকার যা মন তাই করছে। এ ধরনের বক্তব্য দেওয়ার মতো নেতা তিনি নন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
অভিযোগকারী যুবলীগ নেতার দেখানো ভিডিওতে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদদের গণকবরের দিকে যাচ্ছে একটি মিছিল। মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে- কুমারখালীর মাটি তিয়াস ভাইয়ের ঘাঁটি, তিয়াস ভাই আসছে, মাটি কাঁপছে।
ভিডিওতে আরও দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের শহীদদের গণকবর এলাকায় সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন ওই নেতা।
সেখানে তিনি বলছেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে বড় ব্যবসা চলছে মুক্তিযুদ্ধ নিয়ে। বর্তমান সরকার এটাকে পুঁজি করে বিভিন্ন ইস্যু করে আমাদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করছে। কিন্তু সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন। এ নিয়ে বলার জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আমরাও নির্যাতিত হতে প্রস্তুত। কারণ নির্যাতন করে একাত্তরে দামিয়ে রাখা যায়নি, একুশেও যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে যুব অধিকার পরিষদের যুগ্ম আহমেদ শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। মিছিলে চার থেকে পাঁচশ ছেলেপেলে ছিল। এমন স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি-না জানি না। তবে বিজয় দিবসে এমন স্লোগান খুব দুঃখজনক। আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি।’
কুষ্টিয়ার কুমারখালীতে বিজয় দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার সময় র্যালিতে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ তিয়াসের বিরুদ্ধে। ওই নেতার বিরুদ্ধে আজ শুক্রবার আপত্তিকর বক্তব্য ও স্লোগানের এমন অভিযোগ তোলেন উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ।
তিনি বলেন, ‘যুব অধিকার পরিষদের ওই নেতা আগে ছাত্রদল করতেন। তিনি স্বাধীনতা বিরোধী ও দুষ্কৃতকারী। তিনি মহান বিজয় দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর নাম একটি মিছিল বের করেন। মিছিলে তাঁর নেতাকর্মীরা স্লোগান দেন জ্বালোরে জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো। তিয়াস ভাই আসছে, রাজপথ কাঁপছে।’
যুবলীগ সভাপতি হারুন অর রশিদ আরও বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা সাংবাদিকের সাক্ষাৎকারে বলছে, দেশে এখন রাজনীতির বড় ব্যবসা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে পুঁজি করেই বর্তমান সরকার যা মন তাই করছে। এ ধরনের বক্তব্য দেওয়ার মতো নেতা তিনি নন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
অভিযোগকারী যুবলীগ নেতার দেখানো ভিডিওতে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক নেতাকর্মী নিয়ে শহীদদের গণকবরের দিকে যাচ্ছে একটি মিছিল। মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে- কুমারখালীর মাটি তিয়াস ভাইয়ের ঘাঁটি, তিয়াস ভাই আসছে, মাটি কাঁপছে।
ভিডিওতে আরও দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের শহীদদের গণকবর এলাকায় সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন ওই নেতা।
সেখানে তিনি বলছেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে বড় ব্যবসা চলছে মুক্তিযুদ্ধ নিয়ে। বর্তমান সরকার এটাকে পুঁজি করে বিভিন্ন ইস্যু করে আমাদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করছে। কিন্তু সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন। এ নিয়ে বলার জন্য বারবার নির্যাতিত হয়েছেন। আমরাও নির্যাতিত হতে প্রস্তুত। কারণ নির্যাতন করে একাত্তরে দামিয়ে রাখা যায়নি, একুশেও যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে যুব অধিকার পরিষদের যুগ্ম আহমেদ শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘আমরা শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। মিছিলে চার থেকে পাঁচশ ছেলেপেলে ছিল। এমন স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে কি-না জানি না। তবে বিজয় দিবসে এমন স্লোগান খুব দুঃখজনক। আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি।’
টাঙ্গাইলের মধুপুরে সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো দলিল নিবন্ধন হয় না বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, মনঃপূত ঘুষ না দিলে জমির দলিল নিবন্ধন ছাড়াই ফিরে আসতে হয় ক্রেতা-বিক্রেতাদের। এ নিয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা রেজিস্ট্রার ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ বিষয়ে লিখিত...
৬ ঘণ্টা আগেসিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিবারই চরম দুর্ভোগে পড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের প্রফেসরপাড়াসহ বেশ কিছু নিচু এলাকায়...
৬ ঘণ্টা আগেহাওর অধ্যুষিত সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বহুল প্রত্যাশিত সেই পালে হাওয়া লাগলেও প্রস্তাবিত স্থান নিয়ে চলছে টানাপোড়েন। স্থানীয়দের একদল বলছে দেখার হাওরের একাংশ ভরাট করে বিশ্ববিদ্যালয় হলে প্রকৃতি-পরিবেশের ক্ষতি হবে। আরেক দল এই হাওরেই বিশ্ববিদ্যালয় করার পক্ষে।
৬ ঘণ্টা আগে২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থী চূড়ান্তের কার্যক্রম চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। বসে নেই বড় রাজনৈতিক দল বিএনপিও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলটি বিভিন্ন আসনে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্তও করেছে। কিন্তু খুলনার ৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
৭ ঘণ্টা আগে