Ajker Patrika

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিরুদ্ধে এককাট্টা শিক্ষকেরা

ইবি প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৮
ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিরুদ্ধে এককাট্টা শিক্ষকেরা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি গুচ্ছ ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার শিক্ষক সমিতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠার পর এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া প্রশ্নাতীত। কিন্তু গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ ও নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশায় ইসলামী বিশ্ববিদ্যালয় আগের ভর্তি প্রক্রিয়ার পরিবর্তে ২০২০-২১ ও শর্ত সাপেক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। 

কিন্তু ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ার জটিলতা, ভোগান্তি ও দীর্ঘসূত্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে জনমনে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাই, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির শিক্ষার্থী ভর্তির পক্ষে সর্বসম্মত মতামত দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে যুগোপযোগী শিক্ষার্থীবান্ধব প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘গুচ্ছ প্রক্রিয়ায় যে আশা নিয়ে শুরু হয়েছিল, তার প্রতিফলন ঘটেনি। তাই আমরা এ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ 

উল্লেখ্য, এর আগেও ইবি শিক্ষক সমিতি গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের চাপে সরে আসতে বাধ্য হয়। তবে এবার গুচ্ছে না যেতে শক্ত অবস্থান শিক্ষকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পূজা দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

তারেক মনোয়ারের বক্তব্যের ‘দায় নেবে না’ জামায়াত

সিলেটে আ.লীগের লোকজন নিয়ে পুলিশের সিদ্ধান্ত ভাইরাল, কমিশনার বললেন—‘শব্দগত ভুল’

আপনাদের অফিসেই নেটওয়ার্ক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন—টেলিটকের গণশুনানিতে গ্রাহক

ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত নেতাকে পাশে বসিয়ে কাদের সিদ্দিকী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত