Ajker Patrika

অভিমানে শিশুর আত্মহত্যা 

অভয়নগর প্রতিনিধি
অভিমানে শিশুর আত্মহত্যা 

যশোরের অভয়নগরে অভিমান করে হালিমা খাতুন (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার ভৈরব-উত্তর জনপদের পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

নিহত হালিমা ওই গ্রামের রাজমিস্ত্রি সহযোগী আব্দুল জলিল বিশ্বাসের মেয়ে। 
 
হালিমার পিতা জলিল বিশ্বাস জানান, বুধবার সকালে মেয়েটি ভাত খায়নি। কাজে যাওয়ার সময় হালিমাকে ১০ টাকা দিয়ে গিয়েছিলাম। দোকান থেকে কিছু কিনে খেয়েছে। দুপুরে ভাবির সঙ্গে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। এ সময় পুকুরে বেশি সময় থাকায় তার ভাই তাকে একটি চড় মারে। সেখান থেকে বাড়ি ফিরে ভাত খেতে চায় সে। বাড়িতে এদিন ভাত একটু কম ছিল। বাড়িতে ফিরেই ভাইকে সেই ভাত খেতে দেখে ভাইয়ের ওপর চটে যায় সে। একপর্যায়ে ভাইকে বকতে বকতে ঘরে ঢোকে সে। কিছু সময় পর তার মা মিল থেকে বাড়ি ফেরে। কিন্তু দীর্ঘ সময়েও হালিমা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা দরজা খুলে ঘরে ঢুকে দেখে মেয়ের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। 
 
জানা গেছে, জলিল বিশ্বাসের কোন জমি-জমা নেই। তিনি রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করেন। আর তার স্ত্রী রেশমা বেগম গ্রামের একটি রাইস মিলে কাজ করেন। ছেলেরা যখন যে কাজ পায় তাই করে। 
 
এ ব্যাপারে স্থানীয় পাথালিয়া ক্যাম্পের আইসি এস আই শামছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
 
শিশুটির আত্মহত্যা সম্পর্কে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পরিবারটি অত্যন্ত গরিব। বাড়িতে ভাত কম থাকায় এবং সেখান থেকে ভাইকে ভাত খেতে দেখে ভাইয়ের ওপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে শুনেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত