Ajker Patrika

নিজ বাড়িতেই শ্বশুর-শাশুড়িকে কোপালেন জামাই

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৭
নিজ বাড়িতেই শ্বশুর-শাশুড়িকে কোপালেন জামাই

নিজ বাড়িতেই শ্বশুর-শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন জামাই। আহত শ্বশুর-শাশুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে শহরতলি জাফরপুর গ্রামে জামাই আরিফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। 

শ্বশুর আব্দুল মান্নান (৫৮) বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিলেও শাশুড়ি রিক্তা খাতুনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় জামাই আরিফ হোসেন পলাতক রয়েছেন। 

আহত আব্দুল মান্নান বলেন, `বছর দু-এক আগে মেয়ে মিম খাতুনকে (২২) পাশের গ্রামের জাফরপুরের জাহিদুলের ছেলে ব্যবসায়ী আরিফ হোসেনের (২৫) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দিই। বিয়ের কদিন পর থেকেই মেয়েকে মারধর করত জামাই আরিফ। এসবের মীমাংসার জন্য বুধবার আমি ও আমার স্ত্রী তাদের বাড়ি আসি। রাতে মীমাংসার একপর্যায়ে জামাই আরিফ আমাদের ধারালো ছুরি দিয়ে জখম করে।' 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সাজিদ হাসান বলেন, দুজনের শরীরে মোট ১৫ থেকে ২০টি সেলাই দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) একরাম হুসাইন জানান, আহত দুজনের মধ্যে আব্দুল মান্নান হাসপাতালে চিকিৎসা নিলেও তার স্ত্রী রিক্তা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত