খুবি প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘রিভেট’। এই তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ মুন্না। রিভেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
আমেরিকা, ইংল্যান্ড, কেনিয়া, ভারত, কানাডা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সেরা ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে রিভেট।
ইউসুফ মুন্নার সংগঠন ‘রিফ্লেকটিভ টিনস’ কিশোর-কিশোরীদের সৃজনশীলতার বিকাশ ও পরিচর্যা নিয়ে ১০ বছর ধরে কাজ করে আসছে। তাঁর সংগঠনের কাজের জন্য এ স্বীকৃতির অংশ হিসেবে কার্যক্রম প্রসারের লক্ষ্যে আর্থিক অনুদানেরও ঘোষণা দেয় রিভেট। রিভেট হলো এমন একটি সংস্থা, যা তরুণদের সামষ্টিক অর্থনৈতিক শক্তির দিককে গুরুত্ব দিয়ে সামাজিক উদ্ভাবক হিসেবে তাঁদের কাজে জন্য অর্থায়ন করে থাকে। তাঁরা এই সেরা ২০ জনের প্রচেষ্টার জন্য অর্থসহায়তাও দেবে বলে জানিয়েছে।
সেরা ২০ জনের তালিকায় স্থান পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে খুবির ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক এই স্বীকৃতির জন্য মনোনীত হয়েছি জেনে খুব ভালো লাগছে। কার্যক্রম প্রসারের জন্য রিভেটের নানা মাতৃক সহযোগিতা অনেক কাজে লাগবে। করার অনেক কিছুই আছে আমাদের। দেশের সামগ্রিক কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
এদিকে ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘কে সি আন্ডারকভার’-এর জনপ্রিয় অভিনেত্রী ও হলিউড তারকা ট্রিনিটি স্টোকসের সঙ্গে তাঁর একটি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে, যেটি দ্রুত প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন।
কিশোরদের সৃজনশীলতার বিকাশে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে সম্মানজনক ‘ডায়ানা অ্যাওয়ার্ডে’ ভূষিত হন খুবির এই শিক্ষার্থী। এ ছাড়া ২০১৭ সালে প্রভাবশালী সামাজিক উদ্যোক্তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অশোকা ইয়াং চেঞ্জমেকার’-এর অন্তর্ভুক্ত হন ইউসুফ। একই বছর নেপালে অনুষ্ঠিত গ্লোবাল ইন্টারন্যাশনাল টিন কনফারেন্সেও আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন এই তরুণ উদ্যোক্তা।
আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘রিভেট’। এই তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ মুন্না। রিভেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
আমেরিকা, ইংল্যান্ড, কেনিয়া, ভারত, কানাডা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সেরা ২০ জন উদীয়মান সামাজিক উদ্যোক্তার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে রিভেট।
ইউসুফ মুন্নার সংগঠন ‘রিফ্লেকটিভ টিনস’ কিশোর-কিশোরীদের সৃজনশীলতার বিকাশ ও পরিচর্যা নিয়ে ১০ বছর ধরে কাজ করে আসছে। তাঁর সংগঠনের কাজের জন্য এ স্বীকৃতির অংশ হিসেবে কার্যক্রম প্রসারের লক্ষ্যে আর্থিক অনুদানেরও ঘোষণা দেয় রিভেট। রিভেট হলো এমন একটি সংস্থা, যা তরুণদের সামষ্টিক অর্থনৈতিক শক্তির দিককে গুরুত্ব দিয়ে সামাজিক উদ্ভাবক হিসেবে তাঁদের কাজে জন্য অর্থায়ন করে থাকে। তাঁরা এই সেরা ২০ জনের প্রচেষ্টার জন্য অর্থসহায়তাও দেবে বলে জানিয়েছে।
সেরা ২০ জনের তালিকায় স্থান পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে খুবির ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক এই স্বীকৃতির জন্য মনোনীত হয়েছি জেনে খুব ভালো লাগছে। কার্যক্রম প্রসারের জন্য রিভেটের নানা মাতৃক সহযোগিতা অনেক কাজে লাগবে। করার অনেক কিছুই আছে আমাদের। দেশের সামগ্রিক কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
এদিকে ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘কে সি আন্ডারকভার’-এর জনপ্রিয় অভিনেত্রী ও হলিউড তারকা ট্রিনিটি স্টোকসের সঙ্গে তাঁর একটি সাক্ষাৎকারও নেওয়া হয়েছে, যেটি দ্রুত প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন।
কিশোরদের সৃজনশীলতার বিকাশে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে সম্মানজনক ‘ডায়ানা অ্যাওয়ার্ডে’ ভূষিত হন খুবির এই শিক্ষার্থী। এ ছাড়া ২০১৭ সালে প্রভাবশালী সামাজিক উদ্যোক্তাদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অশোকা ইয়াং চেঞ্জমেকার’-এর অন্তর্ভুক্ত হন ইউসুফ। একই বছর নেপালে অনুষ্ঠিত গ্লোবাল ইন্টারন্যাশনাল টিন কনফারেন্সেও আলোচক হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন এই তরুণ উদ্যোক্তা।
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নি
১০ মিনিট আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেমাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে