Ajker Patrika

ভোটকেন্দ্রে ভিড় করায় ৪ জনকে দণ্ড

খুলনা প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৩, ২২: ৩৮
ভোটকেন্দ্রে ভিড় করায় ৪ জনকে দণ্ড

ভোটকেন্দ্রের সামনে ভিড় করায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে চারজনকে আটক করে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল গার্লস হাইস্কুলের সামনে থেকে আটক করা হয়। তাঁরা হলেন আকরাম হোসেন, তাওহীদুল ইসলাম, আব্দুস সামাদ ও মিরাজুল ইসলাম। 

আদালত সূত্র জানায়, এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ডের ভোটকেন্দ্রের সামনে ভিড় করায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের দণ্ড দেওয়া হয়। এর মধ্যে আকরাম হোসেনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। তাওহীদুল ইসলাম, আব্দুস সামাদ ও মিরাজুল ইসলামকে অন্য এলাকায় প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়। 

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার। তাঁরা ১৮ নম্বর ওয়ার্ডে প্রবেশ করে ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা করছিলেন। তাঁদের জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত