বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের দুবলার চর থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর তিন ডাকাতকে আটক করেছেন জেলেরা। পরবর্তীতে আটক ডাকাতদের হেফাজতে নেয় কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
আটক ব্যক্তিরা হলেন— খুলনার মো. রহমত মোড়ল (২৬), সাতক্ষীরার মো. রবিউল মোল্লা (২৬) ও বাগেরহাটের মো. জাহাঙ্গীর শেখ (৫১)। এদের মধ্যে ডাকাত সদস্য মো. রবিউল মোল্লার কাছে বাবু গাজী নামে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলারচরে নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। জেলেরা আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিহত করে এবং দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। হাতাহাতির একপর্যায়ে জেলেরা জাল দিয়ে ডাকাতদের আটকে ফেলে। পরে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে।
তিনি আরও বলেন, আটক ডাকাতদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জব্দ সব আলামত এবং আটকদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
জেলে শাহজালাল সানা বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে সাগরে জোয়ারের পানিতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তখন একটি নৌকায় অস্ত্র হাতে ১১ জন ডাকাত আমাদের কাছে আসে। তারা নিজেদের মজনু বাহিনীর লোক পরিচয় দিয়েছিল। ডাকাত সরদারের নির্দেশে চার দস্যু আমাদের নৌকায় এসে ওঠে। তাদের কাছে দুটি বন্দুক ছিল। কিছুক্ষণ পরে কয়েকটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলেকে জিম্মি করে নিয়ে আসে তারা।’
শাহজালাল আরও বলেন, ‘ডাকাতের হাতে জিম্মি সবাই আমাদের পরিচিত ছিল। সবাই মিলে ডাকাতদের রুখে দাঁড়াই। তিন দস্যুকে বেঁধে সুন্দরবনের দুবলারচরের কাছাকাছি পৌঁছাতে রাত তিনটা বেজে যায়। তখন মুঠোফোনে কোস্টগার্ডকে বিষয়টি জানাই।’
দুবলার চরের আরেক জেলে আবদুর রউফ বলেন, জেলেদের জিম্মি করেছিল দস্যুরা। শাহজালাল সানাসহ কয়েকজন জেলের সাহসিকতায় দস্যুরা ধরা পড়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, তিন দস্যুকে জেলেরা ধরাশায়ী করেছে। তাঁরা কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।
সুন্দরবনের দুবলার চর থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর তিন ডাকাতকে আটক করেছেন জেলেরা। পরবর্তীতে আটক ডাকাতদের হেফাজতে নেয় কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
আটক ব্যক্তিরা হলেন— খুলনার মো. রহমত মোড়ল (২৬), সাতক্ষীরার মো. রবিউল মোল্লা (২৬) ও বাগেরহাটের মো. জাহাঙ্গীর শেখ (৫১)। এদের মধ্যে ডাকাত সদস্য মো. রবিউল মোল্লার কাছে বাবু গাজী নামে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলারচরে নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। জেলেরা আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিহত করে এবং দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। হাতাহাতির একপর্যায়ে জেলেরা জাল দিয়ে ডাকাতদের আটকে ফেলে। পরে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে।
তিনি আরও বলেন, আটক ডাকাতদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জব্দ সব আলামত এবং আটকদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
জেলে শাহজালাল সানা বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে সাগরে জোয়ারের পানিতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তখন একটি নৌকায় অস্ত্র হাতে ১১ জন ডাকাত আমাদের কাছে আসে। তারা নিজেদের মজনু বাহিনীর লোক পরিচয় দিয়েছিল। ডাকাত সরদারের নির্দেশে চার দস্যু আমাদের নৌকায় এসে ওঠে। তাদের কাছে দুটি বন্দুক ছিল। কিছুক্ষণ পরে কয়েকটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলেকে জিম্মি করে নিয়ে আসে তারা।’
শাহজালাল আরও বলেন, ‘ডাকাতের হাতে জিম্মি সবাই আমাদের পরিচিত ছিল। সবাই মিলে ডাকাতদের রুখে দাঁড়াই। তিন দস্যুকে বেঁধে সুন্দরবনের দুবলারচরের কাছাকাছি পৌঁছাতে রাত তিনটা বেজে যায়। তখন মুঠোফোনে কোস্টগার্ডকে বিষয়টি জানাই।’
দুবলার চরের আরেক জেলে আবদুর রউফ বলেন, জেলেদের জিম্মি করেছিল দস্যুরা। শাহজালাল সানাসহ কয়েকজন জেলের সাহসিকতায় দস্যুরা ধরা পড়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, তিন দস্যুকে জেলেরা ধরাশায়ী করেছে। তাঁরা কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে