খুলনা প্রতিনিধি
ঢাকার বিমানবন্দর থেকে কৌশলে অপহরণ করা তিন শ্রীলঙ্কান নাগরিকের মুক্তিপণ হিসেবে আড়াই কোটি টাকা চেয়েছিল অপহরণকারীরা। শ্রীলঙ্কা থেকে চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা আনারও চেষ্টা করা হয়। তবে এর আগেই বাগেরহাট থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা ২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ডিআইজি মো. রেজাউল হক।
সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল হক জানান, শ্রীলঙ্কান নাগরিক মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে ২২ এপ্রিল বাংলাদেশে আসেন। পরে কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ, জনি শেখ ও এস এম সামসুল আলম—এই চারজন শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করেন। আড়াই কোটি টাকার মুক্তিপণ দিতে রাজি হওয়ায় তাঁদের মধ্যে মৌখিক চুক্তি হয়। এরপর শ্রীলঙ্কা থেকে চারটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আনার চেষ্টা করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি শ্রীলঙ্কান হাইকমিশন থেকে বাংলাদেশের হাইকমিশন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে জানানো হলে খুলনার পুলিশ জিম্মিদের উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করে। ওই তিনজনকে ঢাকা ও বাগেরহাটের কয়েকটি স্থানে রাখা হয়। গত বুধবার গভীর রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ী গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে শ্রীলঙ্কান নাগরিকদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকার বিমানবন্দর থেকে কৌশলে অপহরণ করা তিন শ্রীলঙ্কান নাগরিকের মুক্তিপণ হিসেবে আড়াই কোটি টাকা চেয়েছিল অপহরণকারীরা। শ্রীলঙ্কা থেকে চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা আনারও চেষ্টা করা হয়। তবে এর আগেই বাগেরহাট থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আজ বৃহস্পতিবার বেলা ২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ডিআইজি মো. রেজাউল হক।
সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল হক জানান, শ্রীলঙ্কান নাগরিক মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে ২২ এপ্রিল বাংলাদেশে আসেন। পরে কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ, জনি শেখ ও এস এম সামসুল আলম—এই চারজন শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করেন। আড়াই কোটি টাকার মুক্তিপণ দিতে রাজি হওয়ায় তাঁদের মধ্যে মৌখিক চুক্তি হয়। এরপর শ্রীলঙ্কা থেকে চারটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আনার চেষ্টা করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি শ্রীলঙ্কান হাইকমিশন থেকে বাংলাদেশের হাইকমিশন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে জানানো হলে খুলনার পুলিশ জিম্মিদের উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করে। ওই তিনজনকে ঢাকা ও বাগেরহাটের কয়েকটি স্থানে রাখা হয়। গত বুধবার গভীর রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ী গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে শ্রীলঙ্কান নাগরিকদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন হলেন সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার জমসের ফকির (৬৫) ও তাঁর ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
১৮ মিনিট আগেচাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দেন। এতে অধিদপ্তরের কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধরা গত রোববার থেকে অধিদপ্তরের সামনে কর্মসূচি পালন
২১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। দোকানে টাকা ভাংতি করা নিয়ে বাগ্বিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাঁকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। আজ মঙ্গলবার
২৪ মিনিট আগেকক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে রক্ষায় অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়া বেড়িবাঁধে আজ সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
৩৩ মিনিট আগে