Ajker Patrika

বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি স্বাভাবিক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি । ছবি: আজকের পত্রিকা
বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি । ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকলেও যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

আজ বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ ট্রাক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে ১৫ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে।

বেনাপোল মৎস্য অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল আলম জানান, তাঁরা পত্রপত্রিকায় দেখেছেন আখাউড়া দিয়ে ভারতে মাছ রপ্তানি হচ্ছে না। তবে বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি ও আমদানি স্বাভাবিক রয়েছে। আজ দিনভর পাঁচ ট্রাক সামুদ্রিক মাছ ভারতে রপ্তানি ও ভারত থেকে আনুমানিক ১৫ ট্রাকের মতো মাছ আমদানি হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, দেশের ১৪টি বন্দরের মধ্যে মাত্র বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানির অনুমতি রয়েছে। তবে আজ আখাউড়া বন্দর দিয়ে মাছ রপ্তানি না হলেও বেনাপোল বন্দর দিয়ে মাছ রপ্তানি স্বাভাবিক আছে।

কিন্তু ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে।

বেনাপোল বন্দর দিয়ে বর্তমানে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট ও পাটজাত পণ্য, মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, প্রক্রিয়াজাত খাবার, কেমিক্যাল, মেহগনি ফল, শুঁটকি ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত