Ajker Patrika

যশোরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

যশোর প্রতিনিধি
যশোরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

যশোরে মদপানে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মৃত কাশেম মোল্লার মেয়ে নাছরিন খাতুন শহরের কোতোয়ালি থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে একই উপজেলার সিতারামপুর দক্ষিণপাড়ার বাবুল রহমান নামে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে মদ কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত কাশেমের মেয়ে নাছরিন খাতুন গতকাল (শনিবার) রাতে থানায় একটি মামলা করেন। আসামি বাবুলসহ জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হুমায়ন কবির খন্দকার বলেন, ‘রেকটিফাইড স্পিরিট পান করেছিলেন মোট সাতজন। এর মধ্যে চারজন এখন সুস্থ রয়েছে। এদের মধ্যে দুজনকে আমার দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা আসামি বাবুলের কাছ থেকে স্পিরিট কিনে খেয়েছিলেন বলে তথ্য দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাবুল ও জাহাঙ্গীর নামে দুজন রেকটিফাইড স্পিরিটের লেভেল উঠিয়ে মেডিসিন মিক্সড করে বিক্রি করেন। তাঁরা পাইকারি বিক্রেতা আবাদ কচুয়া এলাকার সাইদুল ইসলাম ও আশরাফ হোসেনের কাছ থেকে কিনেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’ 

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হোমিওপ্যাথিক ওষুধের দোকানে রেকটিফাইড স্পিরিট বিক্রি গোপনে বিক্রি হয়। গত বছর ৭-৮টি অভিযান চালানো হয়েছে। আরও অভিযান চালানো হবে।’

গত ২৫ জানুয়ারি রাতে যশোর সদরের কচুয়া গ্রামের একটি মেহগনি বাগানে মধ্যে বসে কাশেম, জাকির, ইসলাম, নজরুল ইসলাম নজুসহ সাতজন মদপান করেন। এর মধ্যে আবাদ কচুয়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে ইসলাম ও শাহজাহান আলীর ছেলে জাকির হোসেন ও আবু বক্কর মোল্লার ছেলে আবুল কাশেমসহ তিনজন মারা যান। অসুস্থ হয়ে পড়েন আরও চারজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত