Ajker Patrika

ভারত থেকে ২৮ ট্রাক ডাল আমদানি টিসিবির

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারত থেকে ২৮ ট্রাক ডাল আমদানি টিসিবির

দ্রব মূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি। ইতিমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ভারত থেকে ১ হাজার মেট্রিকটন মসুরের ডাল আমদানি করেছে টিসিবি। ফ্যামেলি কার্ডধারীরা বাজার মূল্যের অর্ধেকের কম দামে কিনতে পারবে এই ডাল। প্রতি কেজি ডাল আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও সরকার ৭০ টাকা ভর্তুকি দিয়ে মাত্র ৬০ টাকায় বিক্রি করবে।

কম দামে টিসিবির পণ্য পাওয়ার খবরে অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষেরা। দ্রুত যাতে ডালের চালান বন্দর থেকে ছাড় হয় সব ধরনের সহযোগিতা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

গতকাল রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মসুরের ডালবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। মঙ্গলবারের মধ্যে এসব ডাল বন্দর থেকে ছাড় হয়ে যাবে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।

বাণিজ্যিক সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ১ কোটি এক লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে ২০২২ সালের পয়লা আগস্ট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি। নানান প্রতিকূলতার মধ্যেও এ কার্যক্রম এখনো চালু রয়েছে। কার্ডধারী প্রত্যেক পরিবার ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি, ৩৫ টাকা মূল্যে ২ কেজি পেঁয়াজ, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনতে পারবে। মসুরের ডালের জোগান দিতে সরকার এবার ৫ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রোববার ২৮টি ভারতীয় ট্রাকে ১ হাজার মেট্রিকটন ডাল আমদানি হয়।

প্রতি কেজি ডালের আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও ৭০ টাকা ভর্তুকি দিয়ে এসব মসুরের ডাল ফ্যামেলি কার্ডের মাধ্যমে মাত্র ৬০ টাকায় বিক্রি করবে সরকার। এদিকে স্থানীয় বাজারে প্রতি কেজি মসুরের ডাল ১৪০, চিনি ১৬০, সয়াবিন লিটার ১৫০ ও পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দ্রব মূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে অর্ধেকর কম মূল্যে টিসিবির কাছ থেকে কেনার সুযোগে সন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষেরা।

ফ্যামিলি কার্ডধারী নারী, পুরুষেরা জানান, বাজারে দ্রব মূল্যের দাম আকাশ ছোঁয়া। চাহিদা মতো কিনতে পারি না। সরকারের কাছ থেকে কার্ড পেয় কম দামে চাল, ডাল, তেল কিনতে পারায় অনেক উপকার হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, টিসিবির পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। দ্রব মূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির কাছ থেকে কম দামে নিত্য পণ্য অনেকে উপকার হচ্ছে।

টিসিবির ডাল সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আজিজুর রহমান জানান, এবার ৫ হাজার মেট্রিকটন ডাল আসবে। বেনাপোল বন্দর থেকে আমদানি করা টিসিবির ডাল ছাড় করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।

এর আগে বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৮ হাজার মেট্রিকটন মসুরের ডাল ও ৫ হাজার ২০০ মেট্রিকটন ডাল আমদানি হয়েছে বলেও জানান এ প্রতিনিধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত