সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা সদর থানা ঘেরাও চেষ্টার সময় পুলিশ লাটিচার্জ ও চারটি ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। এতে পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানার সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম ইসলাম। তিনি বলেন, ‘আন্দোলনকারীদের ইট–পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।’
আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান, ডিবি পুলিশের এএসআই শাহানুর হোসেন ও কনস্টেবল নাদিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা আজ দুপুর ১২টার দিকে সাতক্ষীরা চৌরঙ্গী মোড়ে জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে হাসপাতাল মোড় হয়ে সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অতিক্রম করে আটককৃত আন্দোলনকারীদের ছাড়িয়ে নিতে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ওপর লাটিচার্জ ও চারটি ফাঁকা গুলি ছোড়ে।
এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ইমরান হোসেন জানান, গতকাল রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জন আন্দোলনকারী নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা সদর থানা ঘেরাও চেষ্টার সময় পুলিশ লাটিচার্জ ও চারটি ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। এতে পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানার সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম ইসলাম। তিনি বলেন, ‘আন্দোলনকারীদের ইট–পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।’
আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান, ডিবি পুলিশের এএসআই শাহানুর হোসেন ও কনস্টেবল নাদিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা আজ দুপুর ১২টার দিকে সাতক্ষীরা চৌরঙ্গী মোড়ে জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে হাসপাতাল মোড় হয়ে সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অতিক্রম করে আটককৃত আন্দোলনকারীদের ছাড়িয়ে নিতে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ওপর লাটিচার্জ ও চারটি ফাঁকা গুলি ছোড়ে।
এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ইমরান হোসেন জানান, গতকাল রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জন আন্দোলনকারী নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের জীবননগর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে।
২৮ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবীদাস ও প্রদীপলাল রবীদাসের হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক
৩৭ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার সকালে বাড়ির দুটি ঘরে চারজনের লাশ পাওয়া যায়। তারা হলেন,
১ ঘণ্টা আগেরাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কদমতলী থানা-পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে