কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড়ে এ ঘটনা ঘটে।
ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুর রহমান (৭০)। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং একই ইউনিয়নের রামনগর এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে মো. রয়েল হোসাইন নামের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের ছবি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ স্বাধীনতার ৫৫ বছর পরও যদি দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়। মেরে পাঁজরের হাড় ও পা ভেঙে ফেলা হয়, তাহলে তাঁদের কী দরকার ছিল সেই স্বাধীনতা আনার?!! ধিক্কার সে বাঙালি জাতির, যে জাতি তার সূর্যসন্তানদের এভাবে প্রতিদান দেয়। আর ধিক্কার আমাদের বর্তমান সমাজব্যবস্থা এবং সমাজপতিদের, যাঁদের প্রচ্ছন্ন আশকারায় আজকের এ পরিণতি।’
ভিডিওতে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ‘শনিবার সকালে প্রেসার মাপার জন্য পান্টি বাজারের সাবু ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখান থেকে বাইরে বের হলে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে লাঠি দিয়ে পেছন থেকে আমার পায়ে ও ঘাড়ের নিচে আঘাত করে। পেছন থেকে আঘাত করায় তাদের আমি চিনতে পারি নাই। সেখান থেকে এসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হই। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। আবার হাসপাতালে যেতে হবে।’
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘এর আগে পান্টি এলাকায় রাজাকার নামে পরিচিত কাশেম সর্দারের ছেলে আবু বক্করের নেতৃত্বে তাঁর লোকজন আমাকে বাজারের ওপর লাঞ্ছিত করেছিল। আমি কী করেছি জানি না। দেশ স্বাধীন করে এই কী মানুষের পাওনা। এখন আমাকে রাজাকারের হাতে নিগৃহীত হতে হবে। রাজাকারের ছেলে এসে আমাকে মারবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পান্টি বাজারের কিছু ব্যবসায়ী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহমান নওশেরের মোড়ে এলে অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠিসোঁটা দিয়ে মারধর করে চলে যায়। এরপর পান্টি বাজারে এক পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ওই মুক্তিযোদ্ধা চলে যান। তবে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় বলতে পারেননি। তাঁদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আব্দুর রহমান নামের এক মুক্তিযোদ্ধা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, পান্টি বাজারে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার কুমারখালীতে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড়ে এ ঘটনা ঘটে।
ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুর রহমান (৭০)। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং একই ইউনিয়নের রামনগর এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে মো. রয়েল হোসাইন নামের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের ছবি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ স্বাধীনতার ৫৫ বছর পরও যদি দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়। মেরে পাঁজরের হাড় ও পা ভেঙে ফেলা হয়, তাহলে তাঁদের কী দরকার ছিল সেই স্বাধীনতা আনার?!! ধিক্কার সে বাঙালি জাতির, যে জাতি তার সূর্যসন্তানদের এভাবে প্রতিদান দেয়। আর ধিক্কার আমাদের বর্তমান সমাজব্যবস্থা এবং সমাজপতিদের, যাঁদের প্রচ্ছন্ন আশকারায় আজকের এ পরিণতি।’
ভিডিওতে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ‘শনিবার সকালে প্রেসার মাপার জন্য পান্টি বাজারের সাবু ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখান থেকে বাইরে বের হলে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে লাঠি দিয়ে পেছন থেকে আমার পায়ে ও ঘাড়ের নিচে আঘাত করে। পেছন থেকে আঘাত করায় তাদের আমি চিনতে পারি নাই। সেখান থেকে এসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হই। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। আবার হাসপাতালে যেতে হবে।’
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘এর আগে পান্টি এলাকায় রাজাকার নামে পরিচিত কাশেম সর্দারের ছেলে আবু বক্করের নেতৃত্বে তাঁর লোকজন আমাকে বাজারের ওপর লাঞ্ছিত করেছিল। আমি কী করেছি জানি না। দেশ স্বাধীন করে এই কী মানুষের পাওনা। এখন আমাকে রাজাকারের হাতে নিগৃহীত হতে হবে। রাজাকারের ছেলে এসে আমাকে মারবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পান্টি বাজারের কিছু ব্যবসায়ী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহমান নওশেরের মোড়ে এলে অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠিসোঁটা দিয়ে মারধর করে চলে যায়। এরপর পান্টি বাজারে এক পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ওই মুক্তিযোদ্ধা চলে যান। তবে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় বলতে পারেননি। তাঁদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আব্দুর রহমান নামের এক মুক্তিযোদ্ধা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, পান্টি বাজারে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৫ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে