Ajker Patrika

খুলনায় বিএনপি নেতার নেতৃত্বে সড়ক ভবনে হামলা, প্রহরী লাঞ্ছিত

খুলনা প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনায় এক বিএনপি নেতার নেতৃত্বে সড়ক ভবনে হামলা ও নিরাপত্তা প্রহরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিভাগীয় কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারসহ একাধিক স্থানে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মহানগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় গতকাল সোমবার এ হামলা হয়। এর সঙ্গে খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তবে লিখিত অভিযোগে তাঁর নাম উল্লেখ করা হয়নি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, গতকাল দুপুরে ১৮-২০ ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সড়ক ভবন প্রাঙ্গণে প্রবেশ করে নিরাপত্তা প্রহরী মো. আমিনুর রহমানকে কোনো কারণ ছাড়াই শারীরিকভাবে লাঞ্ছিত এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে কার্যালয়ের অন্য কর্মচারীরা এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

নাশকতার উদ্দেশ্যে এই হামলা বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ বিভাগীয় কমিশনার ও কেএমপি কমিশনারের পাশাপাশি সেনাবাহিনী ক্যাম্প এবং র‍্যাব-৬-এর অধিনায়ক বরাবরও পাঠানো হয়েছে।

এ ছাড়া নিরাপত্তা প্রহরী আমিনুর একটি লিখিত অভিযোগ কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর জমা দিয়েছেন। এতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে গোয়েন্দা সংস্থার এক সদস্য জানান, হামলাকারীদের নেতৃত্ব দেন বিএনপি নেতা হাবিব। ১৫-১৬ জন সড়ক ভবনে প্রবেশ করলেও হাবিবসহ তিনজন তৃতীয় তলায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাকিরের কক্ষে গিয়ে টেন্ডার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভয়ভীতি দেখান। দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা চলে যান।

জানতে চাইলে বিএনপি নেতা হাবিব বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেল রাখা নিয়ে গার্ডের সঙ্গে তর্কাতর্কি হলে আমি গিয়ে থামিয়ে দিই। আমাদের কাজ দেবেন না বলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাকির হোসেন এমনটি সাজিয়েছেন। আমরা এত দিন বঞ্চিত ছিলাম। সেই বিষয়টি তাঁকে বলেছি। কিন্তু তিনি শেখ বাড়ির একসময়ের আস্থাভাজন অফিসার তাপসী দাসের বেনামি প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের অনেক ঠিকাদারকে কাজ দিলেও আমাদের কোনো কাজ দিচ্ছেন না। এখনো কাজ না দেওয়ার জন্য আমার বিরুদ্ধে হামলার কথিত অভিযোগ আনা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত