Ajker Patrika

রাজস্ব কর্মকর্তাসহ সাতজনের নামে হত্যা মামলা গ্রহণের নির্দেশ

যশোর প্রতিনিধি
রাজস্ব কর্মকর্তাসহ সাতজনের নামে হত্যা মামলা গ্রহণের নির্দেশ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ হত্যার ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। 

গতকাল বুধবার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল এক আদেশে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দিয়েছেন। 

আসামিরা হলেন যশোর শহরের বেজপাড়া বনানী রোডের চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ওরফে উৎপল মুখার্জি, একই এলাকার চঞ্চল, বেজপাড়া মাঠপাড়া এলাকার হাসান ওরফে খাবাড়ি হাসান, আকাশ, রায়পাড়া এলাকার বিপ্লব, বেজপাড়া এলাকার লিপন ওরফে বস্তা লিপন ও সুমন। 

আজ বৃহস্পতিবার বাদীর আইনজীবী রুহিন বালুজ বলেন, যশোর চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ঘুষ-দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ আদালতে রিট করেন ভুক্তভোগী আসাদুজ্জামান আসাদ। আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। 

এ ঘটনায় ইন্দ্রজিত মুখার্জি ক্ষুব্ধ হয়ে বাকি আসামিদের দিয়ে আসাদকে হত্যাচেষ্টা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রথমে চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়। আদালত সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জিসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মামলায় উল্লেখ করা হয়, ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে ওষুধ কিনতে এক ফার্মাসিতে যান আসাদ। পূর্ব শত্রুতার জেরে আসামিরা বার্মিজ চাকু দিয়ে আসাদের বুকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর দিন ৯ নভেম্বর আদালতে চারজনের নামে হত্যাচেষ্টার মামলা হয়। 

পরে ২১ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের মৃত্যু হয়। ঘুষ ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করায় ইন্দ্রজিত মুখার্জি আসাদকে চাপ দিতেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় খুনের পরিকল্পনা করেন। তার পরিকল্পনা অনুযায়ী বাকি আসামিরা আসাদকে খুন করেছেন। 

নিহত আসাদুজ্জামান আসাদ যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আহম্মদ আলী মিয়ার ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত